Ajker Patrika

আড়াইহাজার পৌরসভা নির্বাচন: ইভিএমে ধীর গতির কারণে ক্ষুব্ধ ভোটারেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৩, ১১: ২৭
Thumbnail image

শান্তিপূর্ণভাবে চলছে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচন। আজ সোমবার সকাল থেকে হাজারো ভোটার লাইন ধরে ভোট দিতে এসেছেন। তবে অব্যবস্থাপনা ও ইভিএমের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোটারেরা। 

সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কিন্তু ইভিএমে ভোটারদের ফিঙ্গার প্রিন্ট না মেলা, কারিগরি ত্রুটি দেখা দেওয়া এবং ইভিএম না বোঝার কারণে ধীর গতিতে চলে ভোট গ্রহণ। গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন ভোটারেরা। 

সরেজমিনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর ঈদগাহ ভোটকেন্দ্রে দেখা যায়, তিনটি বুথে ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে আছেন অন্তত ২০০ ভোটার। সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চললেও ভোটারদের লাইন এগোয়নি বললেই চলে। ভোট গ্রহণের অন্তত ১ ঘণ্টা আগে থেকে হাজির হওয়া ভোটারদের মাঝে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা যায়। 

পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের বাসিন্দা নজরুল (৩৮) বলেন, ‘সকাল ৭টা থেকে দাঁড়ায়া আছি। যেনে খাড়াইছিলাম, হেনেই আছি, একটুও আগায় নাই। কামকাজ রাইখা আইছি ভোট দিতে। সারা দিন কি এনেই খাড়ায়া থাকুম নাকি?’ 

একই এলাকার বাসিন্দা মানিক মিয়া (৫৫) বলেন, ‘মেশিনে নাকি ডিসটাব। কাম করে না, নষ্ট হইয়া যায়, ফিঙ্গার মিলে না। যেই মেশিনে এত সমস্যা হেই মেশিন দেওনের দরকার কী? ছাপ্পর মাইরা দিলেই তো হয়। ১ ঘণ্টা খাড়ায়া মাত্র ৫ জন ভোট দিছে।’ 

ইভিএমে ধীর গতির বিষয়টি স্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার শাহ জাহান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকের ফিঙ্গার প্রিন্ট মিলছে না। একাধিক আঙুলের ছাপ নিতে হচ্ছে। অনেকে ইভিএম ঠিকভাবে বুঝতে পারছে না। আমরা সাবান দিয়ে হাত ধোয়া বা ভ্যাসলিন দিয়ে আঙুল ঘষতে পরামর্শ দিচ্ছি। আর একটি বুথে ইভিএম সাময়িক ত্রুটি তৈরি হয়েছিল। এখন ঠিক আছে।’ 

প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে এসেছেন তৃতীয় লিঙ্গের মো. নাইম (৪০)। কৃষ্ণপুরা এলাকার এই বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইয়া আমার ফিঙ্গার প্রিন্ট মিলতাছে না। স্যারেরা বলল হাত মুছতে। কিন্তু তাও হইতাছে না।’ বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেই তিনি ভ্যাসলিন নিয়ে এগিয়ে এসে সহায়তা করার চেষ্টা করলেন। 

উল্লেখ্য, ২৪ হাজার ৪৬৫ ভোটারের হাতে নির্ধারিত হবে আড়াইহাজার পৌরসভার পরবর্তী মেয়র। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী, সাবেক মেয়র হাবিবুর রহমান, মেহের আলী মোল্লা ও মামুন অর রশীদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত