নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদে ৬০টি সংখ্যালঘু আসন সংরক্ষণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের জন্য একটি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ তৈরি—এই ৩টি দাবি না মানলে আগামী জাতীয় নির্বাচনে ভোট বর্জন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ শুক্রবার রাজধানীর তোপখানা রোডের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ পরিকল্পনার কথা জানান সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এসব দাবি জানাচ্ছি। যদি আগামী নির্বাচনের আগে এসব দাবি বাস্তবায়ন না হয় এবং কোনো রাজনৈতিক দল যদি তাদের নির্বাচনের ইশতেহারে এসব দাবি অন্তর্ভুক্ত না করে তাহলে আমরা কোনো রাজনৈতিক দলকে ভোট দেব না। তখন ভোট বর্জন ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না।’
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত—এই এক বছরে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫৪ জন মানুষকে হত্যা করা হয়েছে। হত্যার হুমকি পেয়েছেন ৮৪৯ জন, ৪২৪ জনকে হত্যা চেষ্টা, জখম ও আহত করা হয়েছে ৩৬০ জনকে, নিখোঁজ হয়েছেন ৬২ জন। চাঁদাবাজি হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা, মোট ক্ষতি হয়েছে ২২০ কোটি ৮৯ লাখ ০ ৬৫ হাজার ৭০০ টাকার। পরিবার ও মন্দির লুট হয়েছে ৩১৯ টি।
বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৮৯১ টি, অগ্নিসংযোগ হয়েছে ৫১৯টি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ১৭৩ টি।’
ম্রো, তঞ্চঙ্গ্যা, সাঁওতাল ও ত্রিপুরা পাহাড়ি আদিবাসীদের ৬ হাজার ৫৫০ একর এবং সমতলের হিন্দুদের ২৪৪০.৬৩ একর শতাংশ ভূমি দখল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, ‘ঘরবাড়ি দখল হয়েছে ৫৭ টি, ব্যবসা প্রতিষ্ঠান ৫০ টি, মন্দিরের ভূমি দখল হয়েছে ৫১ টির। দেশত্যাগে বাধ্য হয়েছে ৪৪৫টি পরিবার। সংঘবদ্ধ হামলা হয়েছে ৯৫৩ টি। মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ১২৮ টি, প্রতিমা ভাঙচুর ৪৮১ টি, প্রতিমা চুরি ৭২ টি, অপহরণ করা হয়েছে ১২৭ জনকে, ৩৯ জনকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছেন ২৭ জন।’ এ ছাড়া ২০২২ সালের দুর্গাপূজায় ৩৫টি হামলায় ৯১টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে এ বছর কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতন কমেছে বলেও জানান তিনি। অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘পরিসংখ্যান বলছে দেশে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিবছর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়ন বাড়লেও ২০২২ সালে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতন কমেছে।
প্রতিমা ভাঙচুর, জমি দখল সহ কিছু ক্ষত্রে নির্যাতন কমেছে। আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশ, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের তৎপরতা ও ত্বরিতগতিতে ব্যবস্থা নেওয়ার কারণেই সংখ্যালঘু নির্যাতন কিছু ক্ষেত্রে কমেছে। আমরা মনে করি প্রশাসন বর্তমান অবস্থার মতো আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করলে সংখ্যালঘু নির্যাতন উল্লেখযোগ্য হারে কমবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম সদস্য অভয় কুমার রায়, যুগ্ম মহাসচিব সুজন দে, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ, ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক সুমন সরকার, দপ্তর সম্পাদক কল্যাণ মণ্ডল, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়সহ অন্যরা।
সংসদে ৬০টি সংখ্যালঘু আসন সংরক্ষণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের জন্য একটি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ তৈরি—এই ৩টি দাবি না মানলে আগামী জাতীয় নির্বাচনে ভোট বর্জন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ শুক্রবার রাজধানীর তোপখানা রোডের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ পরিকল্পনার কথা জানান সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এসব দাবি জানাচ্ছি। যদি আগামী নির্বাচনের আগে এসব দাবি বাস্তবায়ন না হয় এবং কোনো রাজনৈতিক দল যদি তাদের নির্বাচনের ইশতেহারে এসব দাবি অন্তর্ভুক্ত না করে তাহলে আমরা কোনো রাজনৈতিক দলকে ভোট দেব না। তখন ভোট বর্জন ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না।’
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত—এই এক বছরে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫৪ জন মানুষকে হত্যা করা হয়েছে। হত্যার হুমকি পেয়েছেন ৮৪৯ জন, ৪২৪ জনকে হত্যা চেষ্টা, জখম ও আহত করা হয়েছে ৩৬০ জনকে, নিখোঁজ হয়েছেন ৬২ জন। চাঁদাবাজি হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা, মোট ক্ষতি হয়েছে ২২০ কোটি ৮৯ লাখ ০ ৬৫ হাজার ৭০০ টাকার। পরিবার ও মন্দির লুট হয়েছে ৩১৯ টি।
বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৮৯১ টি, অগ্নিসংযোগ হয়েছে ৫১৯টি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, ১৭৩ টি।’
ম্রো, তঞ্চঙ্গ্যা, সাঁওতাল ও ত্রিপুরা পাহাড়ি আদিবাসীদের ৬ হাজার ৫৫০ একর এবং সমতলের হিন্দুদের ২৪৪০.৬৩ একর শতাংশ ভূমি দখল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি বলেন, ‘ঘরবাড়ি দখল হয়েছে ৫৭ টি, ব্যবসা প্রতিষ্ঠান ৫০ টি, মন্দিরের ভূমি দখল হয়েছে ৫১ টির। দেশত্যাগে বাধ্য হয়েছে ৪৪৫টি পরিবার। সংঘবদ্ধ হামলা হয়েছে ৯৫৩ টি। মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ১২৮ টি, প্রতিমা ভাঙচুর ৪৮১ টি, প্রতিমা চুরি ৭২ টি, অপহরণ করা হয়েছে ১২৭ জনকে, ৩৯ জনকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছেন ২৭ জন।’ এ ছাড়া ২০২২ সালের দুর্গাপূজায় ৩৫টি হামলায় ৯১টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে এ বছর কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতন কমেছে বলেও জানান তিনি। অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘পরিসংখ্যান বলছে দেশে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিবছর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়ন বাড়লেও ২০২২ সালে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতন কমেছে।
প্রতিমা ভাঙচুর, জমি দখল সহ কিছু ক্ষত্রে নির্যাতন কমেছে। আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশ, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের তৎপরতা ও ত্বরিতগতিতে ব্যবস্থা নেওয়ার কারণেই সংখ্যালঘু নির্যাতন কিছু ক্ষেত্রে কমেছে। আমরা মনে করি প্রশাসন বর্তমান অবস্থার মতো আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করলে সংখ্যালঘু নির্যাতন উল্লেখযোগ্য হারে কমবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম সদস্য অভয় কুমার রায়, যুগ্ম মহাসচিব সুজন দে, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ, ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক সুমন সরকার, দপ্তর সম্পাদক কল্যাণ মণ্ডল, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়সহ অন্যরা।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
২ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
৫ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে