Ajker Patrika

নিখোঁজ ৪৮ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার মরদেহ উদ্ধার 

সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি
নিখোঁজ ৪৮ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার মরদেহ উদ্ধার 

ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকার লোকমান মাতব্বর নামে এক ব্যক্তি নিখোঁজ হন। নিখোঁজের ৪৮ পর সোমবার উপজেলার শিরাইল ইউনিয়নের চরকাকর নতুন বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনের গণসংযোগকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মজিবর মাতুব্বর ও রোকন মোল্লার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবিতে নিখোঁজ হন লোকমান মাতুব্বর। এরপর ৪৮ ঘণ্টা পর সোমবার সকালে আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় শিবচর থানা-পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, নিহত লোকমান মাতুব্বর চরনাছিরপুর ইউনিয়নের লতিফ মাতুব্বরের ছেলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত