Ajker Patrika

মির্জাপুরে রিকশাশ্রমিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৭: ৪৭
মির্জাপুরে রিকশাশ্রমিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরে রিকশাশ্রমিক হাসান মিয়া ওরফে হাসু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাসুর পরিবারের সদস্যরা এবং পুষ্টকামুরী গ্রামবাসীসহ অটোরিকশাচালকেরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধন চলাকালে হাসু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে করেন বক্তারা। এতে বক্তব্য দেন সাবেক দুই পৌর মেয়র পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি ও বীরমুক্তিযোদ্ধা শহীদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরহাদ উদ্দিন আছু প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হাসুর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর নিজ গ্রাম পুষ্টকামুরী গ্রামবাসীসহ অটোরিকশা ও টেম্পোশ্রমিক, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা হত্যাকারীদের ফাঁসির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। 

রিকশাশ্রমিককে হত্যার বিচার দাবিতে প্রতিবাদ জানিয়ে স্থানীয় অটোরিকশার চলাচল বন্ধ করা হয়। ছবি: আজকের পত্রিকাএদিকে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। ওসি বলেন, এই মামলায় এরই মধ্যে লাইলী বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি বাকি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখে দাঁড় করানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, বাড়ির সীমানা নিয়ে নিহত হাসুর মেয়ে রুবিনার সঙ্গে দেবর সজল, ননদ নিলুফা, শাশুড়ি লাইলি বেগম ও দেবরের স্ত্রী ঝুমার সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার সকালে হাসান মিয়া, মেয়ে রুবিনা, ছেলে রাকিব ও মেয়ের জামাই মান্নানকে নিয়ে রুবিনার শ্বশুরবাড়ি যান। সেখানে মেয়ে রুবিনার দেবর সজলসহ অন্যদের পিটুনিতে হাসু মারা যান। এই ঘটনায় হাসুর ছেলে রাকিব বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত