মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে রিকশাশ্রমিক হাসান মিয়া ওরফে হাসু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাসুর পরিবারের সদস্যরা এবং পুষ্টকামুরী গ্রামবাসীসহ অটোরিকশাচালকেরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধন চলাকালে হাসু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে করেন বক্তারা। এতে বক্তব্য দেন সাবেক দুই পৌর মেয়র পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি ও বীরমুক্তিযোদ্ধা শহীদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরহাদ উদ্দিন আছু প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হাসুর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর নিজ গ্রাম পুষ্টকামুরী গ্রামবাসীসহ অটোরিকশা ও টেম্পোশ্রমিক, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা হত্যাকারীদের ফাঁসির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
এদিকে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। ওসি বলেন, এই মামলায় এরই মধ্যে লাইলী বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি বাকি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখে দাঁড় করানোর আশ্বাস দেন।
উল্লেখ্য, বাড়ির সীমানা নিয়ে নিহত হাসুর মেয়ে রুবিনার সঙ্গে দেবর সজল, ননদ নিলুফা, শাশুড়ি লাইলি বেগম ও দেবরের স্ত্রী ঝুমার সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার সকালে হাসান মিয়া, মেয়ে রুবিনা, ছেলে রাকিব ও মেয়ের জামাই মান্নানকে নিয়ে রুবিনার শ্বশুরবাড়ি যান। সেখানে মেয়ে রুবিনার দেবর সজলসহ অন্যদের পিটুনিতে হাসু মারা যান। এই ঘটনায় হাসুর ছেলে রাকিব বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।
টাঙ্গাইলের মির্জাপুরে রিকশাশ্রমিক হাসান মিয়া ওরফে হাসু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাসুর পরিবারের সদস্যরা এবং পুষ্টকামুরী গ্রামবাসীসহ অটোরিকশাচালকেরা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধন চলাকালে হাসু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে করেন বক্তারা। এতে বক্তব্য দেন সাবেক দুই পৌর মেয়র পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি ও বীরমুক্তিযোদ্ধা শহীদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরহাদ উদ্দিন আছু প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হাসুর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর নিজ গ্রাম পুষ্টকামুরী গ্রামবাসীসহ অটোরিকশা ও টেম্পোশ্রমিক, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা হত্যাকারীদের ফাঁসির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান।
এদিকে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। ওসি বলেন, এই মামলায় এরই মধ্যে লাইলী বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি বাকি আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখে দাঁড় করানোর আশ্বাস দেন।
উল্লেখ্য, বাড়ির সীমানা নিয়ে নিহত হাসুর মেয়ে রুবিনার সঙ্গে দেবর সজল, ননদ নিলুফা, শাশুড়ি লাইলি বেগম ও দেবরের স্ত্রী ঝুমার সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার সকালে হাসান মিয়া, মেয়ে রুবিনা, ছেলে রাকিব ও মেয়ের জামাই মান্নানকে নিয়ে রুবিনার শ্বশুরবাড়ি যান। সেখানে মেয়ে রুবিনার দেবর সজলসহ অন্যদের পিটুনিতে হাসু মারা যান। এই ঘটনায় হাসুর ছেলে রাকিব বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেরাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেগ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করেছে থানা-পুলিশ।
২০ মিনিট আগেসাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন তিনি।
২৩ মিনিট আগে