ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।
আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টুর সমর্থকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে জানা যায়, উপজেলার ধোপাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন মিন্টু। তাঁর নির্বাচনে ভোট চাইতে যান মিন্টুর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। এ সময় ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর গাড়িতে লাঠি দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেনের ছেলে আপন হোসেন। এ সময় আপনের সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ওয়াদুদ তালুকদার সবুজ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি নিয়ে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টুর পক্ষে ভোট চাইতে যাই। কামাল হোসেন ধোপাখালী ইউনিয়নের (আনারস) প্রতীকের প্রার্থী। একপর্যায়ে ধোপাখালীর মঠবাড়ী এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান আকবর হোসেনের ছেলে আপন ও তার সহযোগী শফিকুল ইসলামসহ আরও ১৫ থেকে ২০ জন গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।
আজ শনিবার ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ধোপাখালীর ইউপি চেয়ারম্যান আকবর হোসেন এ ঘটনার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার কোনো কর্মী এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি।
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবোঝাই কার্গো জাহাজটি ১৬ দিন পর আরাকান আর্মির (এএ) কাছ থেকে ছাড়া পেয়েছে। আজ শনিবার দুপুরে জাহাজটি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩ মিনিট আগেকুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের তাঁর নিজ বাসভবন থেকে আটক করা হয়।
১৮ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাইফুল গাজীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে