Ajker Patrika

সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ দুজন ঢামেকে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২: ৩৫
সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ দুজন ঢামেকে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি ছোড়া হলে দুজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও তিনজন। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গুলিবিদ্ধ একজনের ভাইসহ স্থানীয়রা। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। 

তিনি বলেন, রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফেরদৌস এবং একই গ্রামের মন্টু মিয়ার চেলে ডালিম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। 

গুলিবিদ্ধ ফেরদৌসের ভাই শান্ত ইসলাম ও স্থানীয়রা আজকের পত্রিকাকে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার পাকুন্দা এলাকায় বাবুরবাজার খেলার মাঠে মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুটার রিয়াজ ও আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। সেখানে একে অপরের সদস্যদের কোপানোসহ গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ দুজনসহ পাঁচজন আহত হন। 

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। থানায় এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত