Ajker Patrika

৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছে প্রায় ৪২ হাজার পরিবহন

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৬: ২২
Thumbnail image

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় প্রায় ৪২ হাজার পরিবহন পারাপার হয়েছে। তাতে সাড়ে তিন কোটি টাকা টোল আদায় হয়েছে। আজ সোমবার সকালে সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গেছে, গতকাল রোববার রাত ১২টা থেকে পরদিন আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে সব ধরনের মিলিয়ে ৪১ হাজার ৮০৪টি পরিবহন পারাপার হয়েছে। তাতে গতকাল রাত ১২টা থেকে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে বাস পার হয়েছে ৭ হাজার ৫০৯টি, ট্রাক ৯ হাজার ১৪৩, ছোট পরিবহন ১০ হাজার ৪১০টি এবং মোটরসাইকেল ২ হাজার ৭১৮টি। এ ছাড়া রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোটরসাইকেল, বাস, ট্রাকসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ১২ হাজার ২৪টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এর বিপরীতে সেতুতে ৩২ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

আগের ২৪ ঘণ্টায় (গত শনিবার) বঙ্গবন্ধু সেতুতে ২৫ হাজার ৮৪টি পরিবহন পারাপার হয়েছিল। এর মধ্যে বাসের সংখ্যা ছিল ৬ হাজার ৬৭টি, ট্রাক ৮ হাজার ৫৮১, ছোট-বড় মিলিয়ে অন্যান্য পরিবহন ৮ হাজার ৪২২টি এবং মোটরসাইকেল ছিল ২ হাজার ১৪টি। পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, গতকাল পরিবহনের সংখ্যা বৃদ্ধির কারণে সেতুতে টোল আদায়ও বেড়েছে। ঈদের আগের দিন সেতুতে টোল আদায় আরও বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত