নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চৈত্রের তাপদাহ। প্রচণ্ড গরম। রমনা পার্কে বসে বারবার পানি পান করছে শিউলী আক্তার। স্বামী আল-আমিন ও একমাত্র সন্তান নিয়ে পার্কে এসেছেন বেড়াতে। মূলত ছেলের জন্যই এই গরম উপক্ষা করে বের হওয়া তাঁদের। শিউলী ও আল-আমিনের মতে, ঈদের মুহূর্তগুলো তো আর বারবার আসবে না। তাই যতই গরম হোক—বাইরের খোলামেলা কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে।
শুধু তাঁরাই নন। রাজধানীর রমনা পার্কে এমন অনেকে শিশুসন্তানদের নিয়ে আজ শনিবার ঈদের তৃতীয় দিনে বেড়াতে আসেন।
সরেজমিন দেখা গেছে, রমনার শিশু কর্নারে ৫ থেকে ১০ বছর বয়সী অনেকেই মা-বাবার সঙ্গে বেড়াতে এসেছে। এ সময় বিভিন্ন রাইডে নিজের মতো করে খেলাধুলায় মেতে উঠতে দেখা যায় তাদের। সঙ্গে আসা অভিভাবকেরা তাদের দেখভাল করছেন সেখানে।
রামপুরা থেকে আসা শিউলী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর তো বাচ্চারা সময় পায় না। আমরাও কাজে ব্যস্ত থাকি। এখন দুপুর বেলায় অনেক গরম পড়ছে। কিন্তু ঈদের এই সময়টা তো ওদের জন্য আর আসবে না।’
ঈদ উপলক্ষে দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসেন ইমরান হোসেন ও তাঁর স্ত্রী। ইমরান বলেন, ‘আমার বাসা বাসাবোতে। রমনা পার্কে আমাদের এমনিতে আসা হয় না। বাসার ধারে কাছে আর কোনো খেলাধুলার জায়গাও নেই যে বাচ্চারা খেলবে। তাই এখানে নিয়ে আসছি। খুব মজা করছে ওরা। আসলে ওদের জন্যই তো ঈদ।’
মগবাজারের বাসিন্দা মো. আলী আকবর একমাত্র মেয়েকে নিয়ে আসেন রমনা পার্কে। তিনি বলেন, ‘আজকে অনেক গরম। কিন্তু মেয়েটা বারবার বলছিল বেড়াতে যাবে। তাই ওকে নিয়ে চলে এসেছি। এখানে রাইডগুলোয় খুব মজা করছে। আমারও ভালো লাগছে ওর আনন্দ দেখে।’
চৈত্রের তাপদাহ। প্রচণ্ড গরম। রমনা পার্কে বসে বারবার পানি পান করছে শিউলী আক্তার। স্বামী আল-আমিন ও একমাত্র সন্তান নিয়ে পার্কে এসেছেন বেড়াতে। মূলত ছেলের জন্যই এই গরম উপক্ষা করে বের হওয়া তাঁদের। শিউলী ও আল-আমিনের মতে, ঈদের মুহূর্তগুলো তো আর বারবার আসবে না। তাই যতই গরম হোক—বাইরের খোলামেলা কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে।
শুধু তাঁরাই নন। রাজধানীর রমনা পার্কে এমন অনেকে শিশুসন্তানদের নিয়ে আজ শনিবার ঈদের তৃতীয় দিনে বেড়াতে আসেন।
সরেজমিন দেখা গেছে, রমনার শিশু কর্নারে ৫ থেকে ১০ বছর বয়সী অনেকেই মা-বাবার সঙ্গে বেড়াতে এসেছে। এ সময় বিভিন্ন রাইডে নিজের মতো করে খেলাধুলায় মেতে উঠতে দেখা যায় তাদের। সঙ্গে আসা অভিভাবকেরা তাদের দেখভাল করছেন সেখানে।
রামপুরা থেকে আসা শিউলী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর তো বাচ্চারা সময় পায় না। আমরাও কাজে ব্যস্ত থাকি। এখন দুপুর বেলায় অনেক গরম পড়ছে। কিন্তু ঈদের এই সময়টা তো ওদের জন্য আর আসবে না।’
ঈদ উপলক্ষে দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসেন ইমরান হোসেন ও তাঁর স্ত্রী। ইমরান বলেন, ‘আমার বাসা বাসাবোতে। রমনা পার্কে আমাদের এমনিতে আসা হয় না। বাসার ধারে কাছে আর কোনো খেলাধুলার জায়গাও নেই যে বাচ্চারা খেলবে। তাই এখানে নিয়ে আসছি। খুব মজা করছে ওরা। আসলে ওদের জন্যই তো ঈদ।’
মগবাজারের বাসিন্দা মো. আলী আকবর একমাত্র মেয়েকে নিয়ে আসেন রমনা পার্কে। তিনি বলেন, ‘আজকে অনেক গরম। কিন্তু মেয়েটা বারবার বলছিল বেড়াতে যাবে। তাই ওকে নিয়ে চলে এসেছি। এখানে রাইডগুলোয় খুব মজা করছে। আমারও ভালো লাগছে ওর আনন্দ দেখে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে