Ajker Patrika

সৌদি আরবে রাস্তায় গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত

নরসিংদী প্রতিনিধি
সৌদি আরবে রাস্তায় গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের ওয়াদি আল ফারাহ নামক স্থানে রাস্তায় গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা হাজী আব্দুল মালেক (৭০) ও মুকুলে ভাগ্নের স্ত্রী তাসলিমা (২৫)। এ সময় আরও চার জন আহত হন। তারা হলেন সাহিদা আক্তার (৩৫), জান্নাতুল বাকিয়া মুন (১০), বন্ধন (৬) ও জাহিদ (১৯)। 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুল মালেকের ছেলে ওয়াদুদ। আজ শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সাধারচর আব্দুল মালেক মেম্বারের বাড়িতে গিয়ে দেখা যায় এ ঘটনায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতের আব্দুল মালেকের ছেলে ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, আমার বড় ভাই আতাউর রহমান মুকুল। তিনি সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। আমিও ওখানে ছিলাম। গত ১৬ ফেব্রুয়ারি আমার বাবা, ভাগিনা ও ভাগনের বউ বাংলাদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব যান। ওমরাহ পালন শেষে বড় ভাই আতাউর রহমান মুকুল পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওয়াদি আল ফারাহ নামক স্থানে রাস্তায় একটি গর্তের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গেলে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে আমার পিতা আব্দুল মালেক ও ভাগনের বউ তাসলিমা বেগম (২৫) মারা যায়। আহত হয়েছেন গাড়িতে থাকা সবাই। 

আহতদের মদিনায় একটি হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। আহত বড়ভাই আতাউর রহমান মুকুলের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তাঁদের সুস্থ হতে সময় লাগতে পারে। সুস্থ হওয়ার পরেই বাবা ও ভাগনের বউ এর লাশসহ ও সবাইকে নিয়ে দেশে ফিরবেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত