Ajker Patrika

শিবালয়ে নিষিদ্ধ বাঁধ ও ভেসাল উচ্ছেদে অভিযান

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে নিষিদ্ধ বাঁধ ও ভেসাল উচ্ছেদে অভিযান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মহাদেবপুর থেকে টেপড়া পর্যন্ত খালে অবৈধভাবে তৈরি বাঁধ ও ভেসাল উচ্ছেদে অভিযান করা হয়েছে। আজ সোমবার শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম এ অভিযান পরিচালনা করেন।

শিবালয় উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে ইছামতী, খিড়াই ও কান্তাবতী নদীসহ উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশের বাঁধ তৈরি ও বিভিন্ন জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে অভিযান করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন, চলতি বর্ষা মৌসুমে খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে একশ্রেণির মৎস্য শিকারিরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে। এর মধ্যে প্রায় দুই লাখ ঘনমিটার নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ কাজে জড়িত অনেকেই জেল জরিমানা করা হয়েছে। মাছ শিকারের অবৈধ উপকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত