Ajker Patrika

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০১
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরে আল আমিন ওরফে দানিয়েল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল শুক্রবার রাত ১১টায় চাষাঢ়া বালুর মাঠ এলাকায় দানিয়েল ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়েলকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আল আমিন দানিয়েল ফতুল্লার মাসদাইর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে। একই ঘটনায় আহত তাঁর সঙ্গীর নাম শুভ (২৪)। দানিয়েলের বিরুদ্ধে মাদক, হত্যা ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল দানিয়েলকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে। আঘাতের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীদের একজন তাঁকে আটকে রাখে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত অবস্থায় দানিয়েল ও তাঁর সহযোগী শুভ দুর্বল হয়ে পড়লে তাঁদের একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নেয় হামলাকারীরা। পরে উভয়কে অক্টো অফিস এলাকায় ফেলে পালিয়ে যায় তারা। সংজ্ঞাহীন অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়েলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শুভকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম উদ্দিন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে আল আমিন ওরফে দানিয়েলকে হত্যা করা হয়। প্রথমে সদর থানাধীন এলাকায় তাঁর ওপর হামলা হলেও পরে তাঁকে ফতুল্লা থানাধীন এলাকায় ফেলে যায়। এক মাস আগে দুই মাদক ব্যবসায়ী দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। সেই মামলায় আসামি ছিল দানিয়েল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ধর্ষণ মামলাও রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের শনাক্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত