Ajker Patrika

পাংশায় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৪: ১৮
Thumbnail image

রাজবাড়ীর পাংশায় ট্রেনে কাটা পড়ে রাজ্জাক মুন্সী নামের (৫৫) এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌরসভাধীন কুরাপাড়া অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক মুন্সী কুরাপাড়া গ্রামের আব্দুল হাই মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলা পরিষদসংলগ্ন রাজ্জাক তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। কুরাপাড়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় পাংশা অভিমুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেন তাঁকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার দূরে নিয়ে ফেলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে থানার (এসআই) শহিদুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা দুর্ঘটনার খবর পেয়েছেন। রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত