নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ নিহতের ঘটনায় তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে এবার র্যাব সদর দপ্তরে গেলেন বুয়েটের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে বুয়েটের একটি বাসে করে শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে প্রবেশ করেন। গতকালের মতো প্রায় ৩০ জনের একটি দল র্যাবের তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে যান।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোড ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ফারদিনের মৃত্যুর ঘটনা তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখেন। প্রায় তিন ঘণ্টা অবস্থান শেষে বের হয়ে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘তদন্তে পাওয়া ফাইন্ডিংস তারা আমাদের দেখিয়েছে। আমাদের কাছে আলামতগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এগুলোর পেছনে তারা বেশ অ্যাফোর্ড দিয়েছে। তবে কিছু কিছু বিষয়ে গ্যাপ আছে। তারা আরও কাজ করবে বলে আশ্বাস দিয়েছে।’
আলামত যা দেখেছেন, সেগুলো যথেষ্ট বলে মনে করেন কি না—জানতে চাইলে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছে শতভাগ তো করা সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ আছে। সেক্ষেত্রে তারা ভবিষ্যতে আরও কাজ করবে। আমাদের যে পয়েন্টগুলো ছিল আমরা বলেছি। তারা এটা নিয়েও কাজ করবে।’
সর্বশেষ সিদ্ধান্ত কী নেবেন জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নিজেরা আলোচনা করে জানাব। তাদের কথা ও চেষ্টা প্রাসঙ্গিক মনে হয়েছে।’
আপনারা তথ্য-প্রমাণে সন্তুষ্ট কি না জানতে চাইলে বলেন, ‘আমরা তাদের চেষ্টায় সন্তুষ্ট, অনেকটা আশ্বস্ত। ডিবির সহযোগিতায় আমরা আশ্বস্ত। আমরা তাদের কাজ ও অগ্রগতিতে সন্তুষ্ট। তারা অনেক কাজ করেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ নিহতের ঘটনায় তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে এবার র্যাব সদর দপ্তরে গেলেন বুয়েটের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে বুয়েটের একটি বাসে করে শিক্ষার্থীরা রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে প্রবেশ করেন। গতকালের মতো প্রায় ৩০ জনের একটি দল র্যাবের তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখতে যান।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোড ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ফারদিনের মৃত্যুর ঘটনা তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ দেখেন। প্রায় তিন ঘণ্টা অবস্থান শেষে বের হয়ে শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘তদন্তে পাওয়া ফাইন্ডিংস তারা আমাদের দেখিয়েছে। আমাদের কাছে আলামতগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এগুলোর পেছনে তারা বেশ অ্যাফোর্ড দিয়েছে। তবে কিছু কিছু বিষয়ে গ্যাপ আছে। তারা আরও কাজ করবে বলে আশ্বাস দিয়েছে।’
আলামত যা দেখেছেন, সেগুলো যথেষ্ট বলে মনে করেন কি না—জানতে চাইলে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছে শতভাগ তো করা সম্ভব না, কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ আছে। সেক্ষেত্রে তারা ভবিষ্যতে আরও কাজ করবে। আমাদের যে পয়েন্টগুলো ছিল আমরা বলেছি। তারা এটা নিয়েও কাজ করবে।’
সর্বশেষ সিদ্ধান্ত কী নেবেন জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নিজেরা আলোচনা করে জানাব। তাদের কথা ও চেষ্টা প্রাসঙ্গিক মনে হয়েছে।’
আপনারা তথ্য-প্রমাণে সন্তুষ্ট কি না জানতে চাইলে বলেন, ‘আমরা তাদের চেষ্টায় সন্তুষ্ট, অনেকটা আশ্বস্ত। ডিবির সহযোগিতায় আমরা আশ্বস্ত। আমরা তাদের কাজ ও অগ্রগতিতে সন্তুষ্ট। তারা অনেক কাজ করেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই।’
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৩ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৭ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩৩ মিনিট আগে