ঢাবি সংবাদদাতা
দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরমুখী সড়কে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড, কার্যকর করতে হবে’ সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী কুবরাতুল আন কানিজ বলেন, ‘একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছি। তারপর আমরা কী দেখতে পেয়েছি? আজ ঘরে বাইরে কোথাও নারীদের নিরাপত্তা নেই। শহীদ মিনারে ফুল বিক্রি করতে গিয়ে চার বছরের শিশু পর্যন্ত ধর্ষণ হয়। চলন্ত বাসে নারীরা নিপীড়নের শিকার হয়। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নেয় না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, চাচা রাজু ভাস্কর্যে এত মানুষ কেন, আর নারীদের নিরাপত্তা কোথায়?’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, ‘গণঅভ্যুত্থানের এতদিন পর এসে নিরাপত্তা নিয়ে কথা বলতে লজ্জা লাগে। আমাদের অভ্যুত্থান রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোর পরিবর্তনের উদ্দেশ্যে ছিল। কেবল রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এসেছে, সামগ্রিক কাঠামোর পরিবর্তন হয়নি। গত ৭২ ঘণ্টায় যে পরিমাণ ধর্ষণের কথা শুনেছি, তাতে মনে হয় এ সরকার আসলে কোনো কাজই করে না।’
আশরেফা খাতুন আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামোয় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। দুখঃজনক বিষয় হচ্ছে আমরা বারবার সরকারকে এগুলো মনে করিয়ে দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আমরা চাই আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিত করবে।’
দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, ‘দেশে নারীদের নিরাপত্তা নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। নতুন বাংলাদেশে আমরা এমনটাই কি আশা করেছি? উপদেষ্টারা সবাই ঘুমাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে।’
দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীরা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরমুখী সড়কে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড, কার্যকর করতে হবে’ সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী কুবরাতুল আন কানিজ বলেন, ‘একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছি। তারপর আমরা কী দেখতে পেয়েছি? আজ ঘরে বাইরে কোথাও নারীদের নিরাপত্তা নেই। শহীদ মিনারে ফুল বিক্রি করতে গিয়ে চার বছরের শিশু পর্যন্ত ধর্ষণ হয়। চলন্ত বাসে নারীরা নিপীড়নের শিকার হয়। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নেয় না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, চাচা রাজু ভাস্কর্যে এত মানুষ কেন, আর নারীদের নিরাপত্তা কোথায়?’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, ‘গণঅভ্যুত্থানের এতদিন পর এসে নিরাপত্তা নিয়ে কথা বলতে লজ্জা লাগে। আমাদের অভ্যুত্থান রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোর পরিবর্তনের উদ্দেশ্যে ছিল। কেবল রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এসেছে, সামগ্রিক কাঠামোর পরিবর্তন হয়নি। গত ৭২ ঘণ্টায় যে পরিমাণ ধর্ষণের কথা শুনেছি, তাতে মনে হয় এ সরকার আসলে কোনো কাজই করে না।’
আশরেফা খাতুন আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র কাঠামোয় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। দুখঃজনক বিষয় হচ্ছে আমরা বারবার সরকারকে এগুলো মনে করিয়ে দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আমরা চাই আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিত করবে।’
দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, ‘দেশে নারীদের নিরাপত্তা নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। নতুন বাংলাদেশে আমরা এমনটাই কি আশা করেছি? উপদেষ্টারা সবাই ঘুমাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে।’
প্রতিবন্ধীদের স্কুলের স্বীকৃতি, এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তাঁরা বলছেন, স্বীকৃতি ও এমপিও না হওয়ার ফলে শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, যা প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে।
১ ঘণ্টা আগেদিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এ সময় তিনি ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে ক্লাস নেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ক্লাস রুটিনের ষষ্ঠ ঘণ্টায় ইউএনও কামরুজ্জামান সরকার ক্লাস
১ ঘণ্টা আগেনিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে মতামত ব্যক্ত করেছেন সাবেক সেনা কর্মকর্তা ও সিভিল সোসাইটির সদস্যরা। তাঁরা বলছেন, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা চরমভাবে হুমকির সম্মুখীন হয়েছে।
১ ঘণ্টা আগেনিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজধানীর উত্তরায় ওয়াং বো (৪৭) নামের এক চীনা নাগরিককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন দুই চীনা নাগরিক। হত্যা মামলাটি চীন পুলিশ ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে তদন্ত করবে।
১ ঘণ্টা আগে