Ajker Patrika

নারায়ণগঞ্জে ক্রেন বিদ্যুতায়িত হয়ে চালক ও সহকারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ক্রেন বিদ্যুতায়িত হয়ে চালক ও সহকারীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ক্রেন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে ক্রেনের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার লাকসাম থানার কেল্লা বাজার এলাকার রাসেল (২৮) ও ফাহিম (২১)। ক্রেনের চালক ও সহকারী উভয়েই সম্পর্কে চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশেই ক্রেন মেরামতকারী একটি প্রতিষ্ঠানে রাসেলের চালিত ক্রেনটির মেরামত চলছিল। মেরামতের সময় অসাবধানতাবশত ক্রেনটি ওপরে উঠে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন ক্রেন চালক রাসেল ও সহকারী ফাহিম। মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (অপারেশন) তসলিম উদ্দিন বলেন, মহাসড়কের পাশে ক্রেনের সঙ্গে বৈদ্যুতিক তার সংযোগে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মরদেহ ঢামেকের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত