Ajker Patrika

নির্বাচন বানচাল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না: বাহাউদ্দিন নাছিম

নরসিংদী প্রতিনিধি
নির্বাচন বানচাল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এসে কেউ ষড়যন্ত্র কিংবা নির্বাচন বানচাল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে।

আজ বুধবার বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাছিম বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ যাকেই ভোট দেয়, তারাই সরকার গঠন করবে। এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নাই।

দীর্ঘ ১৯ বছর পর আয়োজিত সম্মেলনকে ঘিরে নরসিংদীতে ছিল উৎসবমুখর পরিবেশ।  জেলার বিভিন্ন উপজেলার কর্মী সমর্থকেরা সম্মেলনে যোগ দেন।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এনায়েত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ ও সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত