Ajker Patrika

কোটা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ জবি উপাচার্যের

জবি সংবাদদাতা 
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬: ৪০
কোটা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ জবি উপাচার্যের

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বিভিন্ন জায়গায় আহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর তালিকা করে সাহায্য করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাদেকা হালিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আহত হয়েছে, এমন সব শিক্ষার্থীর তালিকা করার নির্দেশ দিয়েছি প্রক্টরকে। তালিকার মাধ্যমে হতাহত শিক্ষার্থীদের সাহায্য করা হবে। অনেক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে, তাদের তালিকা পেলে আমরা যেকোনো সাহায্য করতে পারব।’ 

সাদেকা হালিম আরও বলেন, গুলিবিদ্ধ হয়ে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে) চিকিৎসাধীন থাকা পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনকে রিলিজ দেওয়া হয়েছে, অনিক নামের একজন শিক্ষার্থীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার খাদ্যনালিতে ফুটো হয়েছিল। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ইতিমধ্যে তালিকা করা শুরু করেছি। ৮-৯ জন শিক্ষার্থীর আহত হওয়ার খোঁজ পেয়েছি। যাদের টাকার প্রয়োজন ছিল, দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের তালিকার কাজ চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত