Ajker Patrika

শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বুয়েটে রাজনীতি আবার শুরু হতে পারে: উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৬: ০৮
শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বুয়েটে রাজনীতি আবার শুরু হতে পারে: উপাচার্য 

শিক্ষক ও শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবারও ছাত্ররাজনীতি উন্মুক্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি। 

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে শিক্ষক-শিক্ষার্থীদেরই উদ্যোগী হতে হবে জানিয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউকসু যখন ছিল, তখন তো এ ধরনের সমস্যা হয়নি। এখন কী করবেন তা (নির্ধারণে) ছাত্র-শিক্ষক সবাইকে উদ্যোগী হতে হবে।’ 

ছাত্ররাজনীতির গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে বুয়েটের উপাচার্য আরও বলেন, ‘রাজনীতি না করলে শিক্ষার্থীদের চোখ খুলবে না, দেশের প্রতি তাদের প্রেম আসবে না। এই বিষয়গুলো তারা (শিক্ষার্থী ও শিক্ষক) চিন্তা করে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে (ছাত্র) রাজনীতি ওপেন হতে পারে।’

উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা রাজনীতি করতেই হবে—এমন তো কাউকে জোর করতে পারব না। তারা যদি নিজ থেকে উদ্যোগ নেয়—আমরা শিখতে চাই করতে চাই, প্র্যাকটিস করতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে; আমরাও করতে চাই। তাদের যদি সিদ্ধান্ত হয় তাহলে তারা চালু করতে পারে—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’ এ ক্ষেত্রে শিক্ষকদেরও মতামত থাকতে পারে বলে জানান তিনি। 

ক্যাম্পাসে উগ্রবাদী সংগঠন বা কার্যক্রমের বিষয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমরা ক্লাসে সবাইকে ছাত্র বা শিক্ষার্থী হিসেবে দেখি। এর বাইরে তারা কী ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, সেটা দেখার জন্য আমাদের কোনো মেকানিজম নাই; সেটা সরকার বা অন্যদের। আমরা শুধু তথ্য দিতে পারব। আমরা পরীক্ষা বা একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় বিষয় হয়, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত