নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষক ও শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবারও ছাত্ররাজনীতি উন্মুক্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি।
বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে শিক্ষক-শিক্ষার্থীদেরই উদ্যোগী হতে হবে জানিয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউকসু যখন ছিল, তখন তো এ ধরনের সমস্যা হয়নি। এখন কী করবেন তা (নির্ধারণে) ছাত্র-শিক্ষক সবাইকে উদ্যোগী হতে হবে।’
ছাত্ররাজনীতির গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে বুয়েটের উপাচার্য আরও বলেন, ‘রাজনীতি না করলে শিক্ষার্থীদের চোখ খুলবে না, দেশের প্রতি তাদের প্রেম আসবে না। এই বিষয়গুলো তারা (শিক্ষার্থী ও শিক্ষক) চিন্তা করে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে (ছাত্র) রাজনীতি ওপেন হতে পারে।’
উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা রাজনীতি করতেই হবে—এমন তো কাউকে জোর করতে পারব না। তারা যদি নিজ থেকে উদ্যোগ নেয়—আমরা শিখতে চাই করতে চাই, প্র্যাকটিস করতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে; আমরাও করতে চাই। তাদের যদি সিদ্ধান্ত হয় তাহলে তারা চালু করতে পারে—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’ এ ক্ষেত্রে শিক্ষকদেরও মতামত থাকতে পারে বলে জানান তিনি।
ক্যাম্পাসে উগ্রবাদী সংগঠন বা কার্যক্রমের বিষয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমরা ক্লাসে সবাইকে ছাত্র বা শিক্ষার্থী হিসেবে দেখি। এর বাইরে তারা কী ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, সেটা দেখার জন্য আমাদের কোনো মেকানিজম নাই; সেটা সরকার বা অন্যদের। আমরা শুধু তথ্য দিতে পারব। আমরা পরীক্ষা বা একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় বিষয় হয়, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না।’
শিক্ষক ও শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবারও ছাত্ররাজনীতি উন্মুক্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি।
বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে শিক্ষক-শিক্ষার্থীদেরই উদ্যোগী হতে হবে জানিয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউকসু যখন ছিল, তখন তো এ ধরনের সমস্যা হয়নি। এখন কী করবেন তা (নির্ধারণে) ছাত্র-শিক্ষক সবাইকে উদ্যোগী হতে হবে।’
ছাত্ররাজনীতির গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে বুয়েটের উপাচার্য আরও বলেন, ‘রাজনীতি না করলে শিক্ষার্থীদের চোখ খুলবে না, দেশের প্রতি তাদের প্রেম আসবে না। এই বিষয়গুলো তারা (শিক্ষার্থী ও শিক্ষক) চিন্তা করে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে (ছাত্র) রাজনীতি ওপেন হতে পারে।’
উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা রাজনীতি করতেই হবে—এমন তো কাউকে জোর করতে পারব না। তারা যদি নিজ থেকে উদ্যোগ নেয়—আমরা শিখতে চাই করতে চাই, প্র্যাকটিস করতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে; আমরাও করতে চাই। তাদের যদি সিদ্ধান্ত হয় তাহলে তারা চালু করতে পারে—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’ এ ক্ষেত্রে শিক্ষকদেরও মতামত থাকতে পারে বলে জানান তিনি।
ক্যাম্পাসে উগ্রবাদী সংগঠন বা কার্যক্রমের বিষয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমরা ক্লাসে সবাইকে ছাত্র বা শিক্ষার্থী হিসেবে দেখি। এর বাইরে তারা কী ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, সেটা দেখার জন্য আমাদের কোনো মেকানিজম নাই; সেটা সরকার বা অন্যদের। আমরা শুধু তথ্য দিতে পারব। আমরা পরীক্ষা বা একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় বিষয় হয়, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না।’
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১৫ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
২১ মিনিট আগে