নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।
আজ রোববার রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
এই আসনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। তিনি শুরু থেকে শক্ত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করলেও এখন জামানত হারানোর শঙ্কায় রয়েছেন।
এর আগে নারায়ণগঞ্জ–১ আসনের নির্বাচনে সকাল ৮টার দিকে ব্যালট পেপারে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ ভোটার রয়েছেন। নির্বাচনে ১২৮ কেন্দ্রে ভোট প্রদান করেন ২ লাখ ১২ হাজার ৬২৪ জন ভোটার। সে হিসাবে ভোট পড়েছে ৫৫ দশমিক ১৪ শতাংশ।
এই আসনে ভোট গ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন নৌকার প্রার্থী। পাল্টা কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে তৈমূর আলম খন্দকার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে গণমাধ্যমে দাবি করেন।
নির্বাচন নিয়ে অভিযোগ তুললেও ভোট বর্জনের ঘোষণা দেননি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ও তৃণমূল প্রার্থী তৈমূর।
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।
আজ রোববার রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।
এই আসনে আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট। তিনি শুরু থেকে শক্ত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করলেও এখন জামানত হারানোর শঙ্কায় রয়েছেন।
এর আগে নারায়ণগঞ্জ–১ আসনের নির্বাচনে সকাল ৮টার দিকে ব্যালট পেপারে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ ভোটার রয়েছেন। নির্বাচনে ১২৮ কেন্দ্রে ভোট প্রদান করেন ২ লাখ ১২ হাজার ৬২৪ জন ভোটার। সে হিসাবে ভোট পড়েছে ৫৫ দশমিক ১৪ শতাংশ।
এই আসনে ভোট গ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন নৌকার প্রার্থী। পাল্টা কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে তৈমূর আলম খন্দকার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে গণমাধ্যমে দাবি করেন।
নির্বাচন নিয়ে অভিযোগ তুললেও ভোট বর্জনের ঘোষণা দেননি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ও তৃণমূল প্রার্থী তৈমূর।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে