Ajker Patrika

প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রেমিকাকে বিয়ে করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী আমির হোসেনের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে আমির ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার (৪২) একই গ্রামের ছিদ্দিক মিয়ার মেয়ে। প্রায় ২৫ বছর আগে ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে আমির হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। 

নিহতের ভাই রোহেন নবী অভিযোগ করে বলেন, ‘আমির মালয়েশিয়ায় প্রবাসী ছিল। মাস চারেক আগে সে দেশে আসে। এরপরেই তাদের বাড়ির ভাড়াটিয়া নারীর সঙ্গে পরকীয় জড়িয়ে পরে। বিষয়টি জানাজানি হলে আমার বোন এতে বাধা দিত। প্রায়ই কলহ তৈরি হতো তাদের মধ্যে। সকালে আমির জানায় সে ওই নারীকে বিয়ে করবে। নাজমা এর প্রতিবাদ করলে পুনরায় ঝগড়া হলে বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে আমির তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।’ 

রোহেন নবী আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বাড়িতে ছুটে আসি। নাজমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানায়, হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে। পরে থানায় খবর দিই।’ 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত