Ajker Patrika

কিশোরীকে ধর্ষণের অপরাধে যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অপরাধে মো. রিয়াদকে (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 
দণ্ডিত মো. রিয়াদ উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রিয়াদ এক কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ওই কিশোরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৫ মার্চ রাতে বাড়িতে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে রিয়াদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন বাড়ি ফিরলে ঘটনাটি জানায় ওই কিশোরী।

এর পর রিয়াদ ও তাঁর পরিবারকে বিয়ের ব্যাপারে চাপ দেন কিশোরী পরিবার। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করতে থাকেন রিয়াদের পরিবার। এ পরিস্থিতিতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরও বিয়ে না করায় ২০১৮ সালের ১৭মে কিশোরীর মা বাদী হয়ে রিয়াদকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মো. রিয়াদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।

বিচারিক প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আজ রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত