টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে গৃহবধূকে ধর্ষণ মামলার দুই আসামি সাইদুল মিয়া ও শাহেদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম সউদ হোসেন আজ রোববার তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাঁরা প্রধান আসামি বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার সহযোগী।
আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি সাইদুল ও শাহেদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ ছিল জামিনের শেষ দিন। তাঁরা দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মারিয়াম আক্তার জানান, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন বলে মোটরসাইকেল নিতে আসেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গৃহবধূর স্বামীকে মোটরসাইকেলে ত্রুটির কথা বলে ডেকে নেন। এই ফাঁকে সাইদুল ও শাহেদের সহযোগিতায় সাকিব মিয়া ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন।
পরে গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাকিব এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি সাকিব মিয়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনে রয়েছেন।
এদিকে আজ রোববার বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রলীগের নেতা সাকিব মিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।
অন্যদিকে গতকাল শনিবার দুপুরে মামলার বাদী ভুক্তভোগী নারীর পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা দাবি করেন উচ্চ আদালত থেকে জামিনে থাকা আসামি সাকিব মিয়া মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং ধর্ষিতার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে।
টাঙ্গাইলের বাসাইলে গৃহবধূকে ধর্ষণ মামলার দুই আসামি সাইদুল মিয়া ও শাহেদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম সউদ হোসেন আজ রোববার তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাঁরা প্রধান আসামি বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার সহযোগী।
আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি সাইদুল ও শাহেদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ ছিল জামিনের শেষ দিন। তাঁরা দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মারিয়াম আক্তার জানান, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন বলে মোটরসাইকেল নিতে আসেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গৃহবধূর স্বামীকে মোটরসাইকেলে ত্রুটির কথা বলে ডেকে নেন। এই ফাঁকে সাইদুল ও শাহেদের সহযোগিতায় সাকিব মিয়া ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন।
পরে গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাকিব এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি সাকিব মিয়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনে রয়েছেন।
এদিকে আজ রোববার বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রলীগের নেতা সাকিব মিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।
অন্যদিকে গতকাল শনিবার দুপুরে মামলার বাদী ভুক্তভোগী নারীর পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা দাবি করেন উচ্চ আদালত থেকে জামিনে থাকা আসামি সাকিব মিয়া মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং ধর্ষিতার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে।
ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ বিমান। উড়োজাহাজস্বল্পতার দোহাই দিয়ে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বরিশালসহ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে আকাশপথের দ্রুত যোগাযোগব্যবস্থা ব্যাহত হলো। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে।
৯ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে নিষিদ্ধঘোষিত আ.লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে শ্যামপুর থানার রাত্রিকালীন টহল ও স্পেশাল ডিউটি টিম এই অভিযান চালায়।
১৭ মিনিট আগেময়মনসিংহের ভালুকা উপজেলায় আকরাম হোসেন (৩৬) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে একটি সবজিখেতে লাশটি পাওয়া যায়।
১৯ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে