টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে গৃহবধূকে ধর্ষণ মামলার দুই আসামি সাইদুল মিয়া ও শাহেদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম সউদ হোসেন আজ রোববার তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাঁরা প্রধান আসামি বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার সহযোগী।
আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি সাইদুল ও শাহেদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ ছিল জামিনের শেষ দিন। তাঁরা দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মারিয়াম আক্তার জানান, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন বলে মোটরসাইকেল নিতে আসেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গৃহবধূর স্বামীকে মোটরসাইকেলে ত্রুটির কথা বলে ডেকে নেন। এই ফাঁকে সাইদুল ও শাহেদের সহযোগিতায় সাকিব মিয়া ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন।
পরে গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাকিব এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি সাকিব মিয়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনে রয়েছেন।
এদিকে আজ রোববার বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রলীগের নেতা সাকিব মিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।
অন্যদিকে গতকাল শনিবার দুপুরে মামলার বাদী ভুক্তভোগী নারীর পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা দাবি করেন উচ্চ আদালত থেকে জামিনে থাকা আসামি সাকিব মিয়া মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং ধর্ষিতার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে।
টাঙ্গাইলের বাসাইলে গৃহবধূকে ধর্ষণ মামলার দুই আসামি সাইদুল মিয়া ও শাহেদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম সউদ হোসেন আজ রোববার তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাঁরা প্রধান আসামি বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার সহযোগী।
আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি সাইদুল ও শাহেদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ ছিল জামিনের শেষ দিন। তাঁরা দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মারিয়াম আক্তার জানান, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়া একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন বলে মোটরসাইকেল নিতে আসেন। মোটরসাইকেল নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গৃহবধূর স্বামীকে মোটরসাইকেলে ত্রুটির কথা বলে ডেকে নেন। এই ফাঁকে সাইদুল ও শাহেদের সহযোগিতায় সাকিব মিয়া ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন।
পরে গৃহবধূ বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাকিব এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি সাকিব মিয়া উচ্চ আদালত থেকে নেওয়া জামিনে রয়েছেন।
এদিকে আজ রোববার বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ছাত্রলীগের নেতা সাকিব মিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।
অন্যদিকে গতকাল শনিবার দুপুরে মামলার বাদী ভুক্তভোগী নারীর পরিবার ও এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা দাবি করেন উচ্চ আদালত থেকে জামিনে থাকা আসামি সাকিব মিয়া মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং ধর্ষিতার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৫ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩২ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৭ মিনিট আগে