Ajker Patrika

অদৃশ্য মোবাইল ফোন চোরকে মাইক ভাড়া করে অকথ্য গালাগাল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫১
অদৃশ্য মোবাইল ফোন চোরকে মাইক ভাড়া করে অকথ্য গালাগাল

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরির ঘটনায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল করেছেন ফয়েজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।

গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। এতে হাস্যরস ও ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তাছাড়া মাইকে অকথ্য ভাষায় গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিব্রত হন। 

জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় ফয়েজ মিয়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি গত ১০ ফেব্রুয়ারি দুপুরে মাইক ভাড়া করে এনে চোরকে গালাগাল করেছেন। এ সময় মাইকে গালাগালের দৃশ্যটি কেউ একজন মুঠোফোনে ধারণ করে। পরে গত সোমবার ২৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

এ বিষয়ে ফয়েজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি।’ 

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোনের কাগজপত্র হারিয়ে ফেলেছি। তাই এ ঘটনায় থানায় জিডিও করতে পারতেছি না।’

ফয়েজ মিয়ার মতে, মোবাইল যেহেতু পাব না, তখন চোরকে মনমতো বকা ছাড়া আর কিছুই করার নাই। 

এ প্রসঙ্গে জানতে চাইলে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় থানায় জিডি করতে পরামর্শ দিয়েছি। তাছাড়া ফোন দুটি উদ্ধারে আমি নিজেও চেষ্টা করছি।’ 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেহেতু শুনেছি। খোঁজ নিয়ে দেখব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত