ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরির ঘটনায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল করেছেন ফয়েজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।
গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। এতে হাস্যরস ও ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তাছাড়া মাইকে অকথ্য ভাষায় গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিব্রত হন।
জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় ফয়েজ মিয়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি গত ১০ ফেব্রুয়ারি দুপুরে মাইক ভাড়া করে এনে চোরকে গালাগাল করেছেন। এ সময় মাইকে গালাগালের দৃশ্যটি কেউ একজন মুঠোফোনে ধারণ করে। পরে গত সোমবার ২৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ফয়েজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোনের কাগজপত্র হারিয়ে ফেলেছি। তাই এ ঘটনায় থানায় জিডিও করতে পারতেছি না।’
ফয়েজ মিয়ার মতে, মোবাইল যেহেতু পাব না, তখন চোরকে মনমতো বকা ছাড়া আর কিছুই করার নাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় থানায় জিডি করতে পরামর্শ দিয়েছি। তাছাড়া ফোন দুটি উদ্ধারে আমি নিজেও চেষ্টা করছি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেহেতু শুনেছি। খোঁজ নিয়ে দেখব।’
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরির ঘটনায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল করেছেন ফয়েজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।
গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। এতে হাস্যরস ও ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তাছাড়া মাইকে অকথ্য ভাষায় গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিব্রত হন।
জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় ফয়েজ মিয়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি গত ১০ ফেব্রুয়ারি দুপুরে মাইক ভাড়া করে এনে চোরকে গালাগাল করেছেন। এ সময় মাইকে গালাগালের দৃশ্যটি কেউ একজন মুঠোফোনে ধারণ করে। পরে গত সোমবার ২৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ফয়েজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোনের কাগজপত্র হারিয়ে ফেলেছি। তাই এ ঘটনায় থানায় জিডিও করতে পারতেছি না।’
ফয়েজ মিয়ার মতে, মোবাইল যেহেতু পাব না, তখন চোরকে মনমতো বকা ছাড়া আর কিছুই করার নাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় থানায় জিডি করতে পরামর্শ দিয়েছি। তাছাড়া ফোন দুটি উদ্ধারে আমি নিজেও চেষ্টা করছি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেহেতু শুনেছি। খোঁজ নিয়ে দেখব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব রাজনৈতিক দলের হল কমিটি বাতিল ও আবাসিক হলের অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ হল থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।
১২ মিনিট আগেনীলফামারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেডের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. নাসির উল্লাহ নাসিরকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল হক।
১ ঘণ্টা আগে