নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে চলমান আন্দোলনের সপ্তম দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা। বিকেল ৪টার দিকে মৎস্য ভবন মোড় এলাকায় বৃষ্টি নামলেও থামেনি আন্দোলন।
আজ বুধবার সকাল ১০টায় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনসংলগ্ন সড়কে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে দলে দলে আসেন মৎস্য ভবন ও কাকরাইলে। সকাল থেকে টানা সড়ক অবরোধ করে সেখানেই অবস্থান করছেন তাঁরা। অবরুদ্ধ সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে।
সড়ক অবরোধ করায় রাজধানীর শাহবাগ, গুলিস্তান, প্রেসক্লাব, পল্টনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সকাল থেকে তীব্র যানজট। ফলে কর্মব্যস্ত মানুষের বেশির ভাগই নিরুপায় হয়ে হেঁটে যাতায়াত করছেন গন্তব্যে।
আন্দোলনকারী নেতা-কর্মীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের শপথ গ্রহণ করানো না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে ইশরাক হোসেনকে তাঁর প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে হবে।
এদিকে ইশরাক হোসেন আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে নেতা-কর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন। তিনি বলেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।
এর আগে গতকাল মঙ্গলবার ইশরাকের সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, আজ সকাল ১০টার মধ্যে দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি হাতে নেওয়া হবে। তাঁরা ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আদালতের রায় অতি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারা ঢাকা অচল করে দেওয়া হবে।
এদিকে আজও নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো নগর ভবনের কার্যক্রম বন্ধ রয়েছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে চলমান আন্দোলনের সপ্তম দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা। বিকেল ৪টার দিকে মৎস্য ভবন মোড় এলাকায় বৃষ্টি নামলেও থামেনি আন্দোলন।
আজ বুধবার সকাল ১০টায় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনসংলগ্ন সড়কে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে দলে দলে আসেন মৎস্য ভবন ও কাকরাইলে। সকাল থেকে টানা সড়ক অবরোধ করে সেখানেই অবস্থান করছেন তাঁরা। অবরুদ্ধ সড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে।
সড়ক অবরোধ করায় রাজধানীর শাহবাগ, গুলিস্তান, প্রেসক্লাব, পল্টনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সকাল থেকে তীব্র যানজট। ফলে কর্মব্যস্ত মানুষের বেশির ভাগই নিরুপায় হয়ে হেঁটে যাতায়াত করছেন গন্তব্যে।
আন্দোলনকারী নেতা-কর্মীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের শপথ গ্রহণ করানো না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে ইশরাক হোসেনকে তাঁর প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে হবে।
এদিকে ইশরাক হোসেন আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে নেতা-কর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন। তিনি বলেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।
এর আগে গতকাল মঙ্গলবার ইশরাকের সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, আজ সকাল ১০টার মধ্যে দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি হাতে নেওয়া হবে। তাঁরা ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। ঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আদালতের রায় অতি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারা ঢাকা অচল করে দেওয়া হবে।
এদিকে আজও নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো নগর ভবনের কার্যক্রম বন্ধ রয়েছে।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আবারও বসতে যাচ্ছে ‘পাখিদের বিধানসভা’। ইরানি সুফি কবি ও দার্শনিক ফরিদ উদ্দিন আত্তারের ‘মানতিকুত তোয়ায়ের’ অবলম্বনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটকটি ২২ ও ২৩ মে প্রদর্শিত হবে।
১৭ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছয়জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তিনজনের ছয় মাসের বহিষ্কারাদেশ বহাল রাখা হয়েছে। এ ঘটনায় স্থায়ী বহিষ্কৃত হওয়া আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির বহিষ্কার বহাল থাকছে।
১ ঘণ্টা আগেআলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১১৮ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৮ জুলাই। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন। বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন
১ ঘণ্টা আগে