Ajker Patrika

সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত
শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তাঁরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাম্যর মৃত্যুর বিষয়টি তদন্ত এবং আইনি কার্যক্রমে প্রশাসনের অব্যাহত সহযোগিতার জন্য তার পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন সাম্যর পিতা মো. ফকরুল আলম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই এস এ এম আমিরুল ইসলাম, এস এ এম শরীফুল আলম এবং এস এ এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে সাম্যর পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। উপাচার্য সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।

সাম্যর পিতা মো. ফকরুল আলম বলেন, দোষীদের গ্রেপ্তারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্য পরিবার সন্তুষ্ট এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত