নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তাঁরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাম্যর মৃত্যুর বিষয়টি তদন্ত এবং আইনি কার্যক্রমে প্রশাসনের অব্যাহত সহযোগিতার জন্য তার পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন সাম্যর পিতা মো. ফকরুল আলম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই এস এ এম আমিরুল ইসলাম, এস এ এম শরীফুল আলম এবং এস এ এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে সাম্যর পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। উপাচার্য সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।
সাম্যর পিতা মো. ফকরুল আলম বলেন, দোষীদের গ্রেপ্তারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্য পরিবার সন্তুষ্ট এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তাঁরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাম্যর মৃত্যুর বিষয়টি তদন্ত এবং আইনি কার্যক্রমে প্রশাসনের অব্যাহত সহযোগিতার জন্য তার পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন সাম্যর পিতা মো. ফকরুল আলম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই এস এ এম আমিরুল ইসলাম, এস এ এম শরীফুল আলম এবং এস এ এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে সাম্যর পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। উপাচার্য সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।
সাম্যর পিতা মো. ফকরুল আলম বলেন, দোষীদের গ্রেপ্তারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্য পরিবার সন্তুষ্ট এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরের কুমারগাড়ী দাখিল মাদ্রাসার চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের জুন মাসে। শেষ হওয়ার কথা পরের বছর ডিসেম্বরে। কিন্তু পাঁচ বছরেও কাজ শেষ হয়নি। তিন দফা বাড়ানো হয়েছে মেয়াদ। এরপরও ২৫ শতাংশ কাজ বাকি রেখে ঠিকাদার ৮০ শতাংশ বিল তুলে নিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় করা মামলায় চাঁদাবাজি ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের নেতারা। সংগঠনটির জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. মারজুক আবদুল্লাহ ১৪ মে কোতোয়ালি মডেল থানায় বিতর্কিত মামলাটি করেন। নামধারী ২৪৭ জনকে ওই মামলায়...
৪ ঘণ্টা আগেকমলালেবুর ঘোষণা দিয়ে আমদানি করা কনটেইনারে পাওয়া গেছে কার্টনভর্তি সিগারেট। ভুয়া ঘোষণা ও ভুয়া নথিপত্রের মাধ্যমে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
৫ ঘণ্টা আগেঈদুল আজহার বাকি ১৫ দিন। এর মধ্যেই বেড়েছে ঈদ উৎসবের বিশেষ রান্নায় অপরিহার্য বিভিন্ন গরমমসলার দাম। বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বেড়েছে এলাচির দাম। ভালো মানের এলাচির দাম কেজিতে প্রায় ৬ হাজার টাকা। আক্ষেপ করে গতকাল বৃহস্পতিবার কাঁচাবাজারের এক ক্রেতা বললেন, এখনই মসলার বাজারে যে অবস্থা, তাতে ঈদের সময়...
৫ ঘণ্টা আগে