জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৩৭ কোটি ৯৩ লাখ টাকার সংশোধিত বাজেট সিনেটে পাস হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা খাতে। এ খাতে বরাদ্দ হয়েছে মূল বাজেটের ৫৬ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে স্বাস্থ্যসেবায় বরাদ্দ মাত্র শূন্য দশমিক ১৪ শতাংশ।
শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে ৪২তম বার্ষিক অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব। সিনেটরদের আলোচনার পর বাজেট পাস হয়।
বাজেট বিশ্লেষণে দেখা গেছে, বেতন-ভাতায় ১৮১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা (৫৬.২৪%), সেবা খাতে ৭২ কোটি ৮০ লাখ টাকা (২৩.৩১%), পেনশন ও অবসর সুবিধায় ৩৮ কোটি ৭৭ লাখ টাকা (১১.৯৯%), গবেষণা ও উদ্ভাবনে ৯ কোটি ২৩ লাখ টাকা (২.৮৫%), প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় ৪৫ লাখ টাকা (০.১৪%), যানবাহন ক্রয়ে ২ কোটি ২৮ লাখ টাকা (০.৭১%) বরাদ্দ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩২৩ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ২৭৯ কোটি ৩৫ লাখ টাকা, শিক্ষার্থীদের ফি ৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা, ভর্তি ফরম বিক্রি ২৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা, বিভিন্ন চার্জ ৩ কোটি ৭১ লাখ ২১ হাজার টাকা, সম্পত্তি থেকে আয় ৩৩ লাখ টাকা, অন্যান্য উৎস ১০ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকা। ইউজিসির বরাদ্দ বাদ দিলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা।
বাজেট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে একটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি এসি কোস্টার ও একটি বড় বাস কেনার পরিকল্পনা আছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে ১ কোটি টাকা, পুরোনো বৈদ্যুতিক লাইন পুনঃস্থাপন খাতে ২ কোটি টাকা এবং গ্রন্থাগারে আরএফআইডি প্রযুক্তি স্থাপন বাবদ সংশোধিত বাজেটে ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে চলতি অর্থবছরের শেষ নাগাদ (৩০ জুন ২০২৫) পর্যন্ত মোট বাজেট ঘাটতি প্রায় ১০০ কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোষাধ্যক্ষ। তাঁর দেওয়া তথ্যমতে ২০২১-২২ অর্থবছরে ঘাটতি ৩ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা, ২০২২–২৩ অর্থবছরে ১৯ কোটি ৯৬ লাখ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ১৪ কোটি ৫০ লাখ টাকা, ২০২৪–২৫ অর্থবছরে (চলতি) আনুমানিক ২০ কোটি টাকা।
কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, ‘এই আর্থিক চাপের মধ্যে কল্যাণমুখী বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘২০২৩–২৪ অর্থবছরে শুধু পরিবহন খাতে (বেতন ছাড়া) ১৩ কোটি টাকা ব্যয় হয়েছে। জাবি স্কুল ও কলেজের জন্য কোনো বরাদ্দ না থাকলেও প্রতিবছর এখানে ১০ কোটি টাকার মতো ব্যয় হয়। এ দুটি খাতই বাজেট ঘাটতি বাড়িয়ে তুলছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লাখ টাকার মূল বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৩৭ কোটি ৯৩ লাখ টাকার সংশোধিত বাজেট সিনেটে পাস হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা খাতে। এ খাতে বরাদ্দ হয়েছে মূল বাজেটের ৫৬ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে স্বাস্থ্যসেবায় বরাদ্দ মাত্র শূন্য দশমিক ১৪ শতাংশ।
শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে ৪২তম বার্ষিক অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব। সিনেটরদের আলোচনার পর বাজেট পাস হয়।
বাজেট বিশ্লেষণে দেখা গেছে, বেতন-ভাতায় ১৮১ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা (৫৬.২৪%), সেবা খাতে ৭২ কোটি ৮০ লাখ টাকা (২৩.৩১%), পেনশন ও অবসর সুবিধায় ৩৮ কোটি ৭৭ লাখ টাকা (১১.৯৯%), গবেষণা ও উদ্ভাবনে ৯ কোটি ২৩ লাখ টাকা (২.৮৫%), প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় ৪৫ লাখ টাকা (০.১৪%), যানবাহন ক্রয়ে ২ কোটি ২৮ লাখ টাকা (০.৭১%) বরাদ্দ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩২৩ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ২৭৯ কোটি ৩৫ লাখ টাকা, শিক্ষার্থীদের ফি ৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা, ভর্তি ফরম বিক্রি ২৩ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা, বিভিন্ন চার্জ ৩ কোটি ৭১ লাখ ২১ হাজার টাকা, সম্পত্তি থেকে আয় ৩৩ লাখ টাকা, অন্যান্য উৎস ১০ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকা। ইউজিসির বরাদ্দ বাদ দিলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের পরিমাণ প্রায় ৪৪ কোটি টাকা।
বাজেট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে একটি মাইক্রোবাস, একটি অ্যাম্বুলেন্স, একটি এসি কোস্টার ও একটি বড় বাস কেনার পরিকল্পনা আছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণে ১ কোটি টাকা, পুরোনো বৈদ্যুতিক লাইন পুনঃস্থাপন খাতে ২ কোটি টাকা এবং গ্রন্থাগারে আরএফআইডি প্রযুক্তি স্থাপন বাবদ সংশোধিত বাজেটে ১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে চলতি অর্থবছরের শেষ নাগাদ (৩০ জুন ২০২৫) পর্যন্ত মোট বাজেট ঘাটতি প্রায় ১০০ কোটি টাকা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোষাধ্যক্ষ। তাঁর দেওয়া তথ্যমতে ২০২১-২২ অর্থবছরে ঘাটতি ৩ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকা, ২০২২–২৩ অর্থবছরে ১৯ কোটি ৯৬ লাখ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ১৪ কোটি ৫০ লাখ টাকা, ২০২৪–২৫ অর্থবছরে (চলতি) আনুমানিক ২০ কোটি টাকা।
কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, ‘এই আর্থিক চাপের মধ্যে কল্যাণমুখী বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘২০২৩–২৪ অর্থবছরে শুধু পরিবহন খাতে (বেতন ছাড়া) ১৩ কোটি টাকা ব্যয় হয়েছে। জাবি স্কুল ও কলেজের জন্য কোনো বরাদ্দ না থাকলেও প্রতিবছর এখানে ১০ কোটি টাকার মতো ব্যয় হয়। এ দুটি খাতই বাজেট ঘাটতি বাড়িয়ে তুলছে।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৪ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ ঘণ্টা আগে