Ajker Patrika

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্কুল-কলেজে ডিএনসিসির কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এডিস মশা নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম চালু করেছে ডিএনসিসি। ছবি: সংগৃহীত
এডিস মশা নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম চালু করেছে ডিএনসিসি। ছবি: সংগৃহীত

ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন কার্যক্রম ‘ক্লিন স্কুল: নো মসকিটো’ চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁও মডেল হাই স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, এর আওতায় উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে ১৬ জুন থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত একযোগে স্কুল-কলেজের ভবন ও আঙিনায় মশা ও মশার লার্ভা ধ্বংসে অভিযান চালানো হবে। ঈদুল আজহার ছুটির সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় এসব স্থানে মশার বংশবৃদ্ধি বেড়েছে বলে ডিএনসিসির বেসলাইন জরিপে উঠে এসেছে।

এই বাস্তবতায় স্কুল-কলেজ ভবন ও আঙিনার মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং অপসারণযোগ্য সম্ভাব্য লার্ভার উৎস দূর করার জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এডিস মশা নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম চালু করেছে ডিএনসিসি। ছবি: সংগৃহীত
এডিস মশা নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম চালু করেছে ডিএনসিসি। ছবি: সংগৃহীত

ডিএনসিসি জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় মোট ১ হাজার ২৪৪টি স্কুল ও কলেজ ভবন ও আঙিনায় মশা ও লার্ভা ধ্বংসে স্প্রে, লার্ভা ধ্বংসকারী ওষুধ প্রয়োগ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসির পক্ষ থেকে অভিভাবক, শিক্ষার্থী ও স্কুল-কলেজ কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত