নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী। রাতে ভোট গণনা শেষে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
নির্বাচনে সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ ছাড়া নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১ হাজার ৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২ হাজার ১০৭ লাভ করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। ২৪ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৩৩৮ টি বৈধ ভোট পরে। এছাড়া বাতিল হয়েছে ৪৪ টি ভোট।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন মামুন অর রশিদ এবং হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামুন বলেন, শুরু থেকেই নৌকার লোকজন কেন্দ্রগুলোয় প্রভাব বিস্তার করছিল। তাদের যেভাবে খুশী সেভাবেই ভোট দিতে বাধ্য করছিল ভোটারদের। অন্যান্য পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। প্রশাসনের সামনে দিয়েই এসব হয়েছে। মৌখিক অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
একই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশাসন এখানে নিরপেক্ষ ছিলো না বলেই মনে করি। ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে আমার বাবা কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ একটু পরে ঠিকই নৌকার প্রার্থী কেন্দ্রে ঢুকেছে। এমন নানান ভাবে প্রশাসন আমাদের অসহযোগীতা করেছে।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী। রাতে ভোট গণনা শেষে ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
নির্বাচনে সুন্দর আলী পেয়েছেন ৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। এ ছাড়া নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী ১ হাজার ৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে মামুন অর রশিদ ২ হাজার ১০৭ লাভ করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। ২৪ হাজার ৪৫৬ জন ভোটারের মধ্যে ১৮ হাজার ৩৩৮ টি বৈধ ভোট পরে। এছাড়া বাতিল হয়েছে ৪৪ টি ভোট।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার আব্দুল কাদির আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন মামুন অর রশিদ এবং হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম। মামুন বলেন, শুরু থেকেই নৌকার লোকজন কেন্দ্রগুলোয় প্রভাব বিস্তার করছিল। তাদের যেভাবে খুশী সেভাবেই ভোট দিতে বাধ্য করছিল ভোটারদের। অন্যান্য পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। প্রশাসনের সামনে দিয়েই এসব হয়েছে। মৌখিক অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
একই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশাসন এখানে নিরপেক্ষ ছিলো না বলেই মনে করি। ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে আমার বাবা কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ একটু পরে ঠিকই নৌকার প্রার্থী কেন্দ্রে ঢুকেছে। এমন নানান ভাবে প্রশাসন আমাদের অসহযোগীতা করেছে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে