Ajker Patrika

নাশকতার দুই মামলায় বিএনপির ৩৬ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২১: ৩২
নাশকতার দুই মামলায় বিএনপির ৩৬ নেতা-কর্মীর কারাদণ্ড

রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার দুই মামলার রায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৬ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক ভিন্ন ভিন্ন রায়ে এই কারাদণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর দণ্ড কার্যকর হবে বলে প্রত্যেকটি রায়ে বলা হয়েছে। 

 ১২ বছর আগের মামলায় ২০ জনের কারাদণ্ড
রাজধানীর রমনা থানায় ১২ বছর আগে দায়ের করা এক মামলায় ২০ বিএনপি ও জামায়াত নেতা-কর্মীকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আ. রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আ. রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আ. রহমান, ফাকরে আলম, আ. কাদের ও কবির হোসেন সরকার। 

ঘটনার বিবরণে জানা যায় ২০১১ সালের সেপ্টেম্বরে রমনা থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। 

রমনার আরেক মামলায় ১৬ জনের কারাদণ্ড 
২০১৮ সালের ৭ আগস্ট রমনা থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মীকে দুই বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজ ও দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম ও সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদল নেতা রিফাত বিন জিয়া। 

 ২০১৮ সালের আগস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবৈধ ও বেআইনি মিছিল সমাবেশ করেন। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা করে এবং তাদের সরকারি কাজে বাধার সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত