Ajker Patrika

গ্যাস ট্যাবলেট খেয়ে ১ নারীর আত্মহত্যা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
গ্যাস ট্যাবলেট খেয়ে ১ নারীর আত্মহত্যা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাংগালা গ্রামে বিলকিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট (ইঁদুর মারার ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে। বিলকিস আক্তার একই গ্রামের আলীম প্রধানের স্ত্রী।

নিহত বিলকিস আক্তার বাংগালা গ্রামের মৃত মো. মোজাম্মেল হক চুন্নুর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিলকিস আক্তার গ্যাস ট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন বিষয়টা জানতে পেরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই জুলহাস মিয়া বলেন, আমার বোনের মৃত্যু কীভাবে হল সেটা আমি বা আমার পরিবারের কেউ জানেন না। এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগও নেই। 

ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিপুল বলেন, আজ দুপুরে বিলকিস আক্তার নামের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে ঘিওর থানার ওসি তদন্ত মোহাম্মদ মহব্বত খান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত