Ajker Patrika

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২১: ৩৫
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। ছবি: আজকের পত্রিকা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষ দিকে পঞ্চম শ্রেণিতে এবং আগামী বছর থেকে তৃতীয় শ্রেণিতে মেধাবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন নতুন স্কুল ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

যেসব শিক্ষার্থী অঙ্ক ও ইংরেজি বিষয়ে দুর্বল, তাদের অতিরিক্ত সময় নিয়ে পড়াশোনা করানোর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব। তখন অতিরিক্ত সময় নিয়ে শিক্ষার্থীদের পড়ানোর প্রতিশ্রুতি দেন শিক্ষকেরা।

সচিবের সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা প্রকৌশলী মো. শফিউল্লাহ খন্দকার, ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত