Ajker Patrika

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক
পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

ঢাকা: অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পাপুলের পক্ষে তাঁর বোন নুরুন্নাহার বেগমের করা এই রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান পাপুলের পক্ষে শুনানিতে অংশ নেন।

গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে। তার আগে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ২১ জুন ভোট গ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মার্চে রিট আবেদন করেন নুরুন্নাহার বেগম।

গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতের রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটাই প্রথম।

২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিচার হয়।

রিট আবেদনে বলা হয়, পাপুলের একটি আদালতে শাস্তি হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। শাস্তি বহাল নাও থাকতে পারে। তা ছাড়া এদেশে কোনো ফোজদারি আদালত তাঁকে শাস্তি দেননি। কাজেই সংসদ সদস্যপদ খারিজ হওয়ার প্রজ্ঞাপন আইনগতভাবে বৈধ নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত