নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পাপুলের পক্ষে তাঁর বোন নুরুন্নাহার বেগমের করা এই রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান পাপুলের পক্ষে শুনানিতে অংশ নেন।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে। তার আগে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ২১ জুন ভোট গ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মার্চে রিট আবেদন করেন নুরুন্নাহার বেগম।
গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতের রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটাই প্রথম।
২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিচার হয়।
রিট আবেদনে বলা হয়, পাপুলের একটি আদালতে শাস্তি হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। শাস্তি বহাল নাও থাকতে পারে। তা ছাড়া এদেশে কোনো ফোজদারি আদালত তাঁকে শাস্তি দেননি। কাজেই সংসদ সদস্যপদ খারিজ হওয়ার প্রজ্ঞাপন আইনগতভাবে বৈধ নয়।
ঢাকা: অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পাপুলের পক্ষে তাঁর বোন নুরুন্নাহার বেগমের করা এই রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান পাপুলের পক্ষে শুনানিতে অংশ নেন।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে। তার আগে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ২১ জুন ভোট গ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মার্চে রিট আবেদন করেন নুরুন্নাহার বেগম।
গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতের রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটাই প্রথম।
২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিচার হয়।
রিট আবেদনে বলা হয়, পাপুলের একটি আদালতে শাস্তি হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। শাস্তি বহাল নাও থাকতে পারে। তা ছাড়া এদেশে কোনো ফোজদারি আদালত তাঁকে শাস্তি দেননি। কাজেই সংসদ সদস্যপদ খারিজ হওয়ার প্রজ্ঞাপন আইনগতভাবে বৈধ নয়।
মুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
২ মিনিট আগেখাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৫ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৯ মিনিট আগে