Ajker Patrika

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠদানে জাবি শিক্ষক

জাবি প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৮: ০৮
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠদানে জাবি শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে অধ্যাপনার সুযোগ পেয়েছেন। আজ বুধবার তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক তারিকুল ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল অব গভর্নমেন্টের আন্তর্জাতিক উন্নয়ন-সম্পর্কিত সেন্টারে ভিজিটিং স্কলার (পোস্ট-ডক্টরাল ফেলো) ছয় মাসের জন্য অধ্যাপনার সুযোগ পেয়েছি। আগামী বছরের (২০২৪ সাল) শুরুতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমার কার্যকাল শুরু হবে।’

তারিকুল ইসলাম আরও বলেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। স্বপ্ন ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পাঠদানে যুক্ত হব। সে আশা পূরণ হলো। সবার কাছে দোয়া চাই, যাতে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ বৃদ্ধি করতে পারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে সুপরিচিত করতে পারি।’

এর আগে অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও ভিজিটিং স্কলার হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতা অর্জন করেছেন। 

উল্লেখ, অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড, কেমব্রিজ এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে একাধিক মর্যাদাপূর্ণ ফেলোশিপ (পোস্ট ডক্টরাল ফেলো, ভিজিটিং স্কলার এবং ভিজিটিং রিসার্চার) ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত