গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে রুমানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক নারী। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ রোববার গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা মন্ত্রী বাড়ি রোডে এ ঘটনা ঘটে।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুমানা স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। তিনি বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী হাসান হাওলাদার গার্মেন্টসের স্টোর কিপার। একই ঘটনায় আহত নারীর নাম সাবিনা (২৯)। তিনি জামালপুরের ইসলামপুর এলাকার বাসিন্দা আয়নাল হকের স্ত্রী।
অপর দিকে এ ঘটনায় আটক যুবক কায়েস রানা (৩৪) স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের দক্ষিণ সালনা মন্ত্রী বাড়ি রোডে জনৈক গোলাম মোস্তফার বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন নিহত ও আহত দম্পতি। তাঁদের পাশের ঘরে ভাড়া থাকেন কায়েস রানা।
পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ (রোববার) বেলা সাড়ে ৩টার দিকে কায়েস সাবিনার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁর স্বামী ঘরে ছিলেন না। সাবিনার চিৎকার শুনে ঘটনা দেখতে নিজের তিন বছর বয়সী মেয়েকে নিয়ে এগিয়ে যান রুমানা। এ সময় কায়েস তাঁর হাতের ছুরি দিয়ে রুমানার পিঠে ও গলায় আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় রুমানা ওই ঘর থেকে বেরিয়ে নিজ ঘরে যাওয়ার চেষ্টা করে মাটিতে পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাবিনাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে।
পরে স্থানীয় লোকজন কায়েস রানাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও যুবককে থানায় নিয়ে যায়।
ওসি সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে ঝগড়া বা রুমানাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কায়েস রানা নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গাজীপুরে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে রুমানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক নারী। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ রোববার গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা মন্ত্রী বাড়ি রোডে এ ঘটনা ঘটে।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুমানা স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। তিনি বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী হাসান হাওলাদার গার্মেন্টসের স্টোর কিপার। একই ঘটনায় আহত নারীর নাম সাবিনা (২৯)। তিনি জামালপুরের ইসলামপুর এলাকার বাসিন্দা আয়নাল হকের স্ত্রী।
অপর দিকে এ ঘটনায় আটক যুবক কায়েস রানা (৩৪) স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের দক্ষিণ সালনা মন্ত্রী বাড়ি রোডে জনৈক গোলাম মোস্তফার বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন নিহত ও আহত দম্পতি। তাঁদের পাশের ঘরে ভাড়া থাকেন কায়েস রানা।
পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ (রোববার) বেলা সাড়ে ৩টার দিকে কায়েস সাবিনার ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁর স্বামী ঘরে ছিলেন না। সাবিনার চিৎকার শুনে ঘটনা দেখতে নিজের তিন বছর বয়সী মেয়েকে নিয়ে এগিয়ে যান রুমানা। এ সময় কায়েস তাঁর হাতের ছুরি দিয়ে রুমানার পিঠে ও গলায় আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় রুমানা ওই ঘর থেকে বেরিয়ে নিজ ঘরে যাওয়ার চেষ্টা করে মাটিতে পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাবিনাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে।
পরে স্থানীয় লোকজন কায়েস রানাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও যুবককে থানায় নিয়ে যায়।
ওসি সৈয়দ রাফিউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে ঝগড়া বা রুমানাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কায়েস রানা নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি পুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া
১৪ মিনিট আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে ধানখেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শিলা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয় ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফলসী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল
১৯ মিনিট আগেমৌলভীবাজারে এম শাহজাহান আহমদ নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের সদর হাসপাতাল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
২৮ মিনিট আগেনারীর পোশাক নয়, ধর্ষণের অন্যতম কারণ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি—এমনটাই মত প্রকাশ করেছেন বিভিন্ন নারী অধিকার কর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। তারা সমাজে নারী-পুরুষের সমতা, সামাজিক
৩৫ মিনিট আগে