নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার আসামিদের শনাক্ত করার পরপরেই পুলিশে সোপর্দ করা হয়। রাতেই ভুক্তভোগীর বাবা তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদী পেশায় একজন বাবুর্চি। তার দুই ছেলে হোসিয়ারিতে কর্মরত এবং মেয়ে বাক্প্রতিবন্ধী। গত ২৫ অক্টোবর সকালে বাসার সবাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরে আসামিরা ভুক্তভোগীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি কান্না করলে একপর্যায়ে পালিয়ে যায় আসামিরা। বিকেলে বাড়ি ভুক্তভোগীর বাবা বাড়ি ফিরলে ইশারায় নির্যাতনের কথা জানায় তাঁর মেয়ে।
শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটি পাশের বাসার ভাড়াটে সেই আসামিদের দেখতে পেয়ে ডাক চিৎকার করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানা হেফাজতে নেয়। এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে উভয়কে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাদের আদালতে পাঠানো হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার আসামিদের শনাক্ত করার পরপরেই পুলিশে সোপর্দ করা হয়। রাতেই ভুক্তভোগীর বাবা তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদী পেশায় একজন বাবুর্চি। তার দুই ছেলে হোসিয়ারিতে কর্মরত এবং মেয়ে বাক্প্রতিবন্ধী। গত ২৫ অক্টোবর সকালে বাসার সবাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরে আসামিরা ভুক্তভোগীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি কান্না করলে একপর্যায়ে পালিয়ে যায় আসামিরা। বিকেলে বাড়ি ভুক্তভোগীর বাবা বাড়ি ফিরলে ইশারায় নির্যাতনের কথা জানায় তাঁর মেয়ে।
শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটি পাশের বাসার ভাড়াটে সেই আসামিদের দেখতে পেয়ে ডাক চিৎকার করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানা হেফাজতে নেয়। এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে উভয়কে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাদের আদালতে পাঠানো হবে।’
মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
৭ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
৩৮ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে