Ajker Patrika

ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

আজ রোববার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ট্রাকস্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিকের চলাচলে বিঘ্ন ঘটবে। এমন অবস্থায় এই স্থানে ট্রাকস্ট্যান্ড না করতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তাঁরা।

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ শেষে মানববন্ধনের আয়োজকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ‘শহরের যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ ছোট-বড় বিভিন্ন আকারের যানবাহন পার্কিংয়ের জন্য চারটি স্ট্যান্ড নির্মাণের কাজ করছে। আমরা চেষ্টা করব এখানে যেন মাদকের আড্ডা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত