Ajker Patrika

আপিল নিষ্পত্তি না হলে হাজী সেলিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপিল নিষ্পত্তি না হলে হাজী সেলিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজী সেলিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের ২-৩টি রায় আছে। আমার জানা মতে, হাজী সেলিম এই মামলায় দণ্ডের বিষয়ে আপিল বিভাগে আপিল করেছেন। যতক্ষণ পর্যন্ত এই আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদ সদস্য পদ ‘ইফেক্টেড’ হয় না, এটাই রায়ে আছে।’

আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ১৪৫ তম রিফ্রেসার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সারা বিশ্বে ডাটা সুরক্ষার ব্যাপারে কি কি আইন আছে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সকলের কাছে গ্রহণযোগ্য একটি আইন করা হবে। 

মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জট কমানোর গুরুদায়িত্ব বিচারকদের। এ জট কমানোর ব্যাপারে বিচারকদের আরও উদ্যোগী হতে হবে। 

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বক্তব্য দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত