Ajker Patrika

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২: ২০
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছবি: আজকের পত্রিকা
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এ সময় পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করতে তারা ডাস চত্বরে জড়ো হতে থাকে। পরে রাত ১০টার পর মিছিল নিয়ে তারা ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ যান।

শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় তারা ব্লকেড কর্মসূচি স্থগিত করে রাত পৌনে ১১টায় শাহবাগ চত্বরে সমাবেশ করেন। তবে সেখানে সমাবেশের ফলে যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

এ সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থীও অংশ নেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, কুয়েটে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা টেন্ডার আসে। এ টাকা আত্মসাৎ করার জন্য প্রতিটি ভিসি লাঠিয়াল বাহিনী রাখতো। আগের ভিসি রাখতো ছাত্রলীগকে। আর এই ভিসি ছাত্রদল, যুবদলদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারা লাঠিয়াল বাহিনী থেকে আরো এক ধাপ এগিয়ে রামদা বাহিনী তৈরি করেছে।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তে বলিয়ান হয়ে কুয়েট ভিসিকে পদত্যাগ করাবোই বলে। এ সময় তিনি আগামীকাল বৃহস্পতিবার সকল ক্যাম্পাস থেকে কুয়েটের ভিসির পদত্যাগের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আজকে আমার ভাইয়ের যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন ভিসি নির্লজ্জের মতো গদিতে বসে আছে। ভিসির পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা অনশন ভাঙবে না। স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা লং মার্চ টু কুয়েট কর্মসূচি দেবো।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছবি: আজকের পত্রিকা
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল বলেন, কুয়েটের নির্লজ্জ ভিসি বলেছে, তিনি তার পদ থেকে নড়বে না। অনতিবিলম্বে কুয়েট ভিসি পদত্যাগ না করলে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত