Ajker Patrika

হেলিকপ্টারে এলাকায় চেয়ারম্যান প্রার্থী, নষ্ট ফসলের ক্ষতিপূরণ দাবি কৃষকের

কিশোরগঞ্জ প্রতিনিধি
হেলিকপ্টারে এলাকায় চেয়ারম্যান প্রার্থী, নষ্ট ফসলের ক্ষতিপূরণ দাবি কৃষকের

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টারে চড়ে নির্বাচনী প্রচারণার জন্য এলাকায় এসেছেন। তিনি বর্তমানেও ওই ইউনিয়নের চেয়ারম্যান। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের একটি ফসলি জমিতে এসে হেলিকপ্টার যোগে তিনি নামেন।

এ সময় হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। 

এর আগে তাজুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে যাত্রার মঞ্চে আপত্তিকরভাবে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন।

যে জমিতে হেলিকপ্টার অবতরণ করেছেন সে জমির মালিক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম আমার ৩৬ শতাংশ জমির ফসল নষ্ট করে হেলিকপ্টার অবতরণ করেছেন। আমি আমার ফসলের ক্ষতিপূরণ চাই। এ ঘটনায় তিনি ফেসবুকে এসে ক্ষতিপূরণ দাবি করে লাইভ করেছেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো  প্রার্থী হেলিকপ্টার যোগে এলাকায় আসলে এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে। কাটখাল ইউনিয়নের ঘটনাটি আমাদের নজরে এসেছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ওই ইউনিয়নসহ জেলার তিনটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত