পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীকযুক্ত পোস্টার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর বিরুদ্ধে।
অভিযুক্ত প্রার্থীরা হলেন—কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমান আলী সরদার।
কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, ‘এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিতভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে, সে বিষয়েও আমি জানি না।’
বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, ‘আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি, এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারেন।
বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, ‘আমি বাটন ফোন চালাই। আমার কোনো ফেসবুক নাই। আমি এ বিষয়ে কিছু জানি না।’
সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীকযুক্ত পোস্টার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর বিরুদ্ধে।
অভিযুক্ত প্রার্থীরা হলেন—কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমান আলী সরদার।
কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, ‘এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিতভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে, সে বিষয়েও আমি জানি না।’
বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, ‘আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি, এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারেন।
বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, ‘আমি বাটন ফোন চালাই। আমার কোনো ফেসবুক নাই। আমি এ বিষয়ে কিছু জানি না।’
সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক
২ মিনিট আগেজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
২৯ মিনিট আগে