পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীকযুক্ত পোস্টার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর বিরুদ্ধে।
অভিযুক্ত প্রার্থীরা হলেন—কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমান আলী সরদার।
কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, ‘এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিতভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে, সে বিষয়েও আমি জানি না।’
বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, ‘আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি, এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারেন।
বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, ‘আমি বাটন ফোন চালাই। আমার কোনো ফেসবুক নাই। আমি এ বিষয়ে কিছু জানি না।’
সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীকযুক্ত পোস্টার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর বিরুদ্ধে।
অভিযুক্ত প্রার্থীরা হলেন—কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমান আলী সরদার।
কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, ‘এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিতভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে, সে বিষয়েও আমি জানি না।’
বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, ‘আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি, এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারেন।
বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, ‘আমি বাটন ফোন চালাই। আমার কোনো ফেসবুক নাই। আমি এ বিষয়ে কিছু জানি না।’
সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়। আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর
১ মিনিট আগে‘স্বপ্ন যাবে বাড়ি’—ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে ওমান থেকে বাড়ি ফিরছিলেন মো. বাহার। তিন বছর পর দেশে আসা বাহারকে স্বাগত জানাতে বাড়ি থেকে পরিবারের শিশুসহ ১২ জন সদস্য যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রামের বাড়ি থেকে একটি মাইক্রোবাসে করে রওনা হয় বাহারের বাবা-মা, স্ত্রী, শিশুকন্যা, দুই ভাই
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় রানা আহম্মেদ (৩৬) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আদমদীঘি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় বগুড়া আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এ তথ্য
৪০ মিনিট আগেযশোরের কেশবপুরে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা রেকর্ড করায় থানায় ঢুকে পুলিশ সদস্যদের হুমকি ও হট্টগোল করা সেই জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার (৬ আগস্ট) সকালে যশোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে দুপুরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। বিতর্কিত ঘটনায় অভিযুক্ত জামায়াত নেতা অজিয়ার রহ
৪২ মিনিট আগে