Ajker Patrika

লোকনাথ পঞ্জিকা মেনে ঈদের নামাজ আদায় করলেন সুরেশ্বরের মুরিদেরা

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৪: ০৬
লোকনাথ পঞ্জিকা মেনে ঈদের নামাজ আদায় করলেন সুরেশ্বরের মুরিদেরা

বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্‌যাপন শুরু করেন। 

ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন। 

লোকনাথ পঞ্জিকা মেনে ঈদের নামাজ আদায় করলেন সুরেশ্বরের মুরিদেরা। ছবি: আজকের পত্রিকা সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্‌যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন। 

লোকনাথ পঞ্জিকা মেনে ঈদের নামাজ আদায় করলেন সুরেশ্বরের মুরীদরা। ছবি: আজকের পত্রিকা মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত