শরীয়তপুর প্রতিনিধি
বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্যাপন শুরু করেন।
ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন।
মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।
বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্যাপন শুরু করেন।
ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন।
মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।
ফরিদপুরে মুনসেরাতুল রহমান আলিফ নামের এক কলেজশিক্ষার্থীকে হত্যার মামলায় সিফাত হোসেন আবির নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায়ে রাশেদ খাঁ ও হিমেল নামের দুজনকে খালাস দেওয়া হয়েছে।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়া থানার রিয়াজুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ নির্দেশ দেন।
৭ মিনিট আগেখুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একই এলাকার বিমল কৃষ্ণ মণ্ডলের ছেলে প্রভাস মণ্ডল (৪৮) ও অসিত কুমার সানার ছেলে দেবদাস সানা (২০)।
২১ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুর পৌর শহর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দেবের বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে