Ajker Patrika

সদুত্তর দিতে না পারলে আ.লীগ নেতা মিন্টুর বিরুদ্ধে ব্যবস্থা: হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু জিজ্ঞাবাসাবাদে সদুত্তর দিতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

তবে সদুত্তর দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ডিবির হারুন। 

ডিবির হারুন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করার জন্যই এই মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা মিন্টুকে ডেকেছি। আমাদের তদন্ত কর্মকর্তার প্রশ্নগুলোর উত্তর যদি তিনি যথাযথভাবে দিতে পারেন তবেই চলে যাবেন। তিনি যদি যথাযথ উত্তর না দিতে পারেন তবে আমাদের তদন্ত কর্মকর্তা তদন্তের ধারাবাহিকতায় যা করা লাগে, করবেন।’ 

অনেক আগেই এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম আসলেও দেরিতে কেন তাঁকে ডাকা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। যখন যাকে প্রয়োজন মনে করবেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আপনারা জানেন, আমরা কাউকে হয়রানি করি না এবং কেউ অপরাধী হয়ে থাকলে তাঁকে পালানোর সুযোগও দেই না। আমি আগেই বলেছি তদন্তকারী কর্মকর্তার প্রশ্নের সদুত্তর দিতে না পারলে তাঁর (মিন্টু) বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’ 

এই ঘটনায় বাবু নামে আরেকজনকে ঝিনাইদহ থেকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘যখন কাউকে নিয়ে আসা হয় তখন কিছু তথ্য উপাত্ত তো থাকেই। তথ্যের ভিত্তিতে তাঁকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছে এ ঘটনায় মূল কিলার শিমুল ভুঁইয়ার সঙ্গে ভাঙ্গাতে (ফরিদপুরের ভাঙ্গা) সে মিটিং করেছে এবং তিনি সেখানে মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। আমরা পরবর্তীতে তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে, আপনারা ছবিটা কাকে দেখালেন? তখন তিনি আরেকজন নেতার কথা বলেছেন। তাঁকে আরও জিজ্ঞসাবাদ করা হয়েছিল। তাঁর মোবাইলগুলো কোথায়? সেও বলেছে সেগুলো আরেক নেতার কাছে।’ 

বাবুর ব্যাপারে হারুণ আরও বলেন, ‘বাবু তখন গাড়িতে বসে একজন কিলারের সঙ্গে মিটিং করেছে। গত ১৬-১৭ মে পরিকল্পনা করেছে যখন বাংলাদেশের পুলিশ ভারতীয় পুলিশ একজন জনপ্রিয় এমপির নিখোঁজে উদ্বিগ্ন। এ ঘটনায় মুলকিলার শিমুল ভুঁইয়া হত্যাকাণ্ড ঘটানোর পর গত ১৫ মে ঢাকায় চলে আসেন। এরপর তাঁরা আসলে ১৬ মে চলে যান ভাঙ্গায়। সেখানে তাঁরা মিটিং করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত