নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন বরগুনা জেলার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে আবীর ওরফে মেহেদী ওরফে মুশফিক (৪৬) এবং অপর সদস্য রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় জেএমবির দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের কঠোর নিরাপত্তায় আদালতে এনে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র্যাব-১১–এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা অপতৎপরতা চালানোর জন্য অবস্থান করছিলেন। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করার পর তাঁরা নিজেদের জেএমবির শুরা সদস্য পরিচয় স্বীকার করে। দুজনের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতা কার্যক্রমের মূল পরিকল্পনাকারী এবং জহুরুল নারায়ণগঞ্জ জেএমবির দায়িত্বশীল নেতা।
ওই ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন আদালত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন বরগুনা জেলার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে আবীর ওরফে মেহেদী ওরফে মুশফিক (৪৬) এবং অপর সদস্য রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় জেএমবির দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের কঠোর নিরাপত্তায় আদালতে এনে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র্যাব-১১–এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা অপতৎপরতা চালানোর জন্য অবস্থান করছিলেন। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করার পর তাঁরা নিজেদের জেএমবির শুরা সদস্য পরিচয় স্বীকার করে। দুজনের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতা কার্যক্রমের মূল পরিকল্পনাকারী এবং জহুরুল নারায়ণগঞ্জ জেএমবির দায়িত্বশীল নেতা।
ওই ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন আদালত।
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংস্থাটি পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ‘ডিমান্ড অব জাস্টিস’ নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে।
৫ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
১৮ মিনিট আগেযশোরের মনিরামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভাটার মালিক ও শ্রমিকেরা। উপজেলার ৪২টি ভাটার মালিক ও হাজারো শ্রমিক আজ মঙ্গলবার...
৪১ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম আজ মঙ্গলবার এক বাসচালককে লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বাসশ্রমিকেরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক...
১ ঘণ্টা আগে