অনলাইন ডেস্ক
দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। শ্রদ্ধা জানানোর পর সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
আজ বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। কবিকে শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে আসেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ‘মাত্র একটা কবিতার বই লিখে আমার জানা নেই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কি না। তার খুব বেশি কবিতার বই বের হয়নি, কিন্তু তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে—এটা তাঁর অর্জন। বাংলাদেশের সংস্কৃতিজগৎ তার শূন্যতা বোধ করবে। একটি কবিতার বই দিয়েই তার অবস্থান তিনি চিরস্থায়ী করে গেছেন।’
উপদেষ্টা বলেন, তাঁর অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে সেই বিষয় এবং যেহেতু তাঁকে স্বাধীনতা বা একুশে পদক দেওয়া হয়নি, এখন মরণোত্তর পদকের বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে।
কবির ছোট ভাই নেহাল হাফিজ বলেন, ‘দাদার কবিতা, চরিত্র ও ব্যক্তিত্ব একাকার ছিল। ওনার অকালমৃত্যুতে আমরা পরিবারের একজন সদস্য হারালাম, সেই সঙ্গে সাহিত্যজগতে একটি নক্ষত্র হারালাম।’
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা প্রয়াত কবির মরদেহে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আতাউর রহমান, কবি রফিক আজাদ স্মৃতি পরিষদ, প্রকাশনা সংস্থা ঐতিহ্য, নান্দিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় প্রয়াত কবির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। পরে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। শ্রদ্ধা জানানোর পর সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
আজ বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। কবিকে শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে আসেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ‘মাত্র একটা কবিতার বই লিখে আমার জানা নেই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কি না। তার খুব বেশি কবিতার বই বের হয়নি, কিন্তু তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে—এটা তাঁর অর্জন। বাংলাদেশের সংস্কৃতিজগৎ তার শূন্যতা বোধ করবে। একটি কবিতার বই দিয়েই তার অবস্থান তিনি চিরস্থায়ী করে গেছেন।’
উপদেষ্টা বলেন, তাঁর অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে সেই বিষয় এবং যেহেতু তাঁকে স্বাধীনতা বা একুশে পদক দেওয়া হয়নি, এখন মরণোত্তর পদকের বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে।
কবির ছোট ভাই নেহাল হাফিজ বলেন, ‘দাদার কবিতা, চরিত্র ও ব্যক্তিত্ব একাকার ছিল। ওনার অকালমৃত্যুতে আমরা পরিবারের একজন সদস্য হারালাম, সেই সঙ্গে সাহিত্যজগতে একটি নক্ষত্র হারালাম।’
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা প্রয়াত কবির মরদেহে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আতাউর রহমান, কবি রফিক আজাদ স্মৃতি পরিষদ, প্রকাশনা সংস্থা ঐতিহ্য, নান্দিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় প্রয়াত কবির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। পরে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৪ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১২ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
১৪ মিনিট আগে