Ajker Patrika

গাজীপুরে বেক্সিমকোসহ ৬ কারখানায় শ্রমিক বিক্ষোভ

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০: ৫৫
Thumbnail image

বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৃথক স্থানে বিক্ষোভ করেছেন গাজীপুরের ছয়টি কারখানার শ্রমিকেরা। এ সময় মহাসড়ক দুটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে এসব কারখানায় বিক্ষোভ শুরু হয়।

টঙ্গীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টার দিকে চেরাগ আলী এলাকায় কারখানাটির প্রধান ফটকে অবস্থান নেন শ্রমিকেরা। পরে কারখানাসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল।

এদিকে টঙ্গীর সাতাইশ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার কারখানায় বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ মাত্র ৯০ জন শ্রমিককে জুলাই মাসের বেতন দিয়েছে। বাকিদের বেতন দিচ্ছে না।

মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় মাইশা মীম অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা জুলাই মাসের বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন। এ ছাড়া বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রার হরতকিতলা এলাকায় অবস্থিত মাহমুদ জিনস লিমিটেড কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। অপরদিকে, গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকার মাস্টার চ্যান ইন্ডাস্ট্রিজে বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। শ্রমিকেরা কাজ বন্ধ করে দিলে সাধারণ ছুটি ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘গতকাল সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলনে নামেন। শ্রমিকদের দাবিগুলো জেনে সংশ্লিষ্ট কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসে সমাধান করতে থাকি। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত