নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপকে নিয়ে গুজব ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘জামায়াত-শিবির চক্রটি দেশ-বিদেশে ব্যাংক, রিজার্ভে অর্থ না থাকা ও ব্যাংক থেকে আমানত তুলে ফেলার গুজব ছড়াচ্ছে।’
রাজধানীর মিন্টো রোডে আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির প্রধান সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে ইসলামী ব্যাংক দখলমুক্ত হলে জামায়াত-শিবির চক্র ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ে অপপ্রচার চালাতে থাকে বলে মন্তব্য করেন ডিবির প্রধান। তিনি বলেন, ‘এই চক্রের মূল উদ্দেশ্য দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা। তারা এস আলম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের নামে অপপ্রচার চালিয়ে আসছে।’
হারুন অর রশীদ বলেন, ‘ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অপপ্রচার চালালেও এর প্রমাণ গুজব রটানোকারীরা দিতে পারেননি। তারা প্রবাসীদের রেমিট্যান্স দেশে না পাঠানোর বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তারা ব্যাংক দেউলিয়া হবে, ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন গুজব রটাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
এদিকে ব্যাংকিং খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন দল।
তদন্তের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ নূর উন নবী, আফসার উদ্দিন রোমান, আবু সাইদ সাজু, মো. স্বাধীন মিয়া ও মো. আব্দুস সালাম।
গ্রেপ্তারের বিষয়ে ডিবির প্রধান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দেশে বসে গুজব ছড়িয়েছেন। এই চক্রের অনেকেরই নাম পেয়েছি। এমনকি ইসলামি ব্যাংকের সাবেক পরিচালক ও বর্তমান কর্মকর্তা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।’
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ডিবির প্রধান আরও বলেন, ‘দেশে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার বিষয়টি গুজব। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে আমানত তোলা থেকে বিরত থাকতে হবে।’
জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপকে নিয়ে গুজব ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘জামায়াত-শিবির চক্রটি দেশ-বিদেশে ব্যাংক, রিজার্ভে অর্থ না থাকা ও ব্যাংক থেকে আমানত তুলে ফেলার গুজব ছড়াচ্ছে।’
রাজধানীর মিন্টো রোডে আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির প্রধান সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে ইসলামী ব্যাংক দখলমুক্ত হলে জামায়াত-শিবির চক্র ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ে অপপ্রচার চালাতে থাকে বলে মন্তব্য করেন ডিবির প্রধান। তিনি বলেন, ‘এই চক্রের মূল উদ্দেশ্য দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা। তারা এস আলম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের নামে অপপ্রচার চালিয়ে আসছে।’
হারুন অর রশীদ বলেন, ‘ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অপপ্রচার চালালেও এর প্রমাণ গুজব রটানোকারীরা দিতে পারেননি। তারা প্রবাসীদের রেমিট্যান্স দেশে না পাঠানোর বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তারা ব্যাংক দেউলিয়া হবে, ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন গুজব রটাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
এদিকে ব্যাংকিং খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন দল।
তদন্তের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ নূর উন নবী, আফসার উদ্দিন রোমান, আবু সাইদ সাজু, মো. স্বাধীন মিয়া ও মো. আব্দুস সালাম।
গ্রেপ্তারের বিষয়ে ডিবির প্রধান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দেশে বসে গুজব ছড়িয়েছেন। এই চক্রের অনেকেরই নাম পেয়েছি। এমনকি ইসলামি ব্যাংকের সাবেক পরিচালক ও বর্তমান কর্মকর্তা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।’
গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ডিবির প্রধান আরও বলেন, ‘দেশে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার বিষয়টি গুজব। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে আমানত তোলা থেকে বিরত থাকতে হবে।’
কোস্ট গার্ড জানায়, এফবি জামিলা নামের ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিসারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁরা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তাঁরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন কল করে সহযোগিতা..
৭ মিনিট আগেপুশ ইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ।
২২ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৭ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৭ ঘণ্টা আগে