Ajker Patrika

ছাদ থেকে পড়ে সিদ্ধিরগঞ্জে যুবকের মৃত্যু 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছাদ থেকে পড়ে সিদ্ধিরগঞ্জে যুবকের মৃত্যু 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ৮ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক ওই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এস এম ইদ্রিসের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীনতার কারণে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভূমিপল্লি এলাকার ইসমাইল করিমের ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন। নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সে মৃত্যু বরণ করে। আমাদের থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত