নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েন শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তাঁরা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র লুকানো আছে—এমন তথ্যের ভিত্তিতে ‘তল্লাশি’ করতে ঢুকেছেন বলে জানান তাঁরা। ঘণ্টাখানেক তল্লাশি চলার পর রাত দেড়টার দিকে ঘটনাস্থলে হাজির হন সেনা সদস্যরা।
আজ বুধবার ভোরে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) আজকের পত্রিকা’কে জানান, গুলশানে তানভীর ইমামের বাড়ি সন্দেহে অবৈধ টাকা, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে থাকার অভিযোগে রাত ১২টার দিকে ‘ছাত্র’ পরিচয়ে কিছু ব্যক্তি মিছিল নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, বাড়িটির সবকিছু তছনছ করা হয়েছে। বাসায় তেমন কিছুই পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।
তানভীর ইমাম শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে দশম ও একাদশ সংসদে তিনি এমপি হয়েছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো তানভীর ইমাম ও তাঁর পরিবারের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক। গত বছরের ৮ অক্টোবর দুদকের আবেদনে তানভীর ও তাঁর স্ত্রী মাহিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত ১৯ ফেব্রুয়ারি এই দম্পতি এবং তাঁদের মেয়ের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এ ছাড়া তাঁদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।
আরও খবর পড়ুন:
রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েন শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তাঁরা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র লুকানো আছে—এমন তথ্যের ভিত্তিতে ‘তল্লাশি’ করতে ঢুকেছেন বলে জানান তাঁরা। ঘণ্টাখানেক তল্লাশি চলার পর রাত দেড়টার দিকে ঘটনাস্থলে হাজির হন সেনা সদস্যরা।
আজ বুধবার ভোরে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) আজকের পত্রিকা’কে জানান, গুলশানে তানভীর ইমামের বাড়ি সন্দেহে অবৈধ টাকা, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে থাকার অভিযোগে রাত ১২টার দিকে ‘ছাত্র’ পরিচয়ে কিছু ব্যক্তি মিছিল নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, বাড়িটির সবকিছু তছনছ করা হয়েছে। বাসায় তেমন কিছুই পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।
তানভীর ইমাম শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে দশম ও একাদশ সংসদে তিনি এমপি হয়েছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো তানভীর ইমাম ও তাঁর পরিবারের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক। গত বছরের ৮ অক্টোবর দুদকের আবেদনে তানভীর ও তাঁর স্ত্রী মাহিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত ১৯ ফেব্রুয়ারি এই দম্পতি এবং তাঁদের মেয়ের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এ ছাড়া তাঁদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।
আরও খবর পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৯ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ রোববার দুপুরে বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আমিরুল ইসলাম ভোলা (৪২)।
৩০ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
৩২ মিনিট আগেপ্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
১ ঘণ্টা আগে