Ajker Patrika

তীব্র ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০: ০০
তীব্র ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার তীব্রতায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার কারণে চোখ জ্বালাপোড়া করছে। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ আজকের পত্রিকাকে এ কথা বলেছেন। 

রায়হানুল আশরাফ বলেন, ‘আগুন নেভাতে পানির কোনো সংকট নেই। আমাদের নিজস্ব গাড়ির পাশাপাশি ওয়াসা, বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী পানি দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ভবন থেকে এবং জাপান গার্ডেনের সুইমিংপুল থেকে পানি পাচ্ছি। কিন্তু ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘দোকানে দাহ্য পদার্থ রয়েছে। আর এগুলো আগুনের সংস্পর্শে এসে ধোঁয়া তৈরি করছে। এখানে বিপুল পরিমাণ প্লাস্টিক, সিনথেটিক, কসমেটিকসহ দহনশীল পদার্থ রয়েছে। ফলে এর মাধ্যমে বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে। এ কারণে ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হচ্ছে।’ 

সিনিয়র স্টেশন অফিসার বলেন, ‘পুরো মার্কেট কাঁচাপাকা। আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে গেছে। ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। আমরা আগুন থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারছি না। চোখে জ্বালাপোড়া করছে।’

আরও পড়ুুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত