Ajker Patrika

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে শহীদ মিনারে অবস্থান

টাঙ্গাইল প্রতিনিধি 
চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার সকালে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ’র ব্যানারে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার সকালে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ’র ব্যানারে অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করছে ‘নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ’। আজ সোমবার সকাল ৯টার দিকে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বসেন মঞ্চের কর্মীরা। তাঁরা দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানান।

সকালে অবস্থান কর্মসূচি পালনের বিষয়ে ফাতেমা রহমান বীথি, তাওহীদা ইসলাম স্বপ্নিল ও প্রেমা সরকার বক্তব্য দেন। তাঁরা জানিয়েছেন, নারী ও শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং নারীদের নিরাপত্তার দাবিতে বিকেল ৫টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

গত সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। ওই বাসে ধর্ষণের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। ঘটনার তিন দিন পর গত শুক্রবার মির্জাপুর থানায় মামলা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে টাঙ্গাইলের পুলিশ। এ ছাড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাকাতের কবল পড়া বাস জব্দ এবং চালক, তাঁর সহকারী ও সুপারভাইজারকে আটক করা হয়। তবে সে সময় মামলা না হওয়ায় পুলিশ তাঁদের আদালতের হাজির করলে বিচারক তাঁদের জামিনের আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত